[email protected] বৃহঃস্পতিবার, ১ জানুয়ারি ২০২৬
১৮ পৌষ ১৪৩২

চাঁপাইনবাবগঞ্জে পুলিশ লাইনে ভলিবল খেলার সময় এসআইয়ের মৃত্যু

এম. হাসান

প্রকাশিত: ১ জানুয়ারি ২০২৬, ২১:৩৮

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জে নয়াগোলা এলাকায় পুলিশ লাইনে ভলিবল খেলার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে আব্দুল আলীম (৫০) নামে পুলিশের এক উপ-পরিদর্শকের (এসআই) মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (০১ জানুয়ারি) বিকালে এ ঘটনা ঘটে। অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ এই তথ্য নিশ্চিত করেছেন। মৃত আব্দুল আলীম পুলিশ লাইনে কর্মরত ছিলেন। তিনি পাবনার সুজানগর উপজেলার বাড়ইপাড়ার মৃত বন্দের আলীর ছেলে। 

অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ জানান, বিকালে পুলিশ লাইন মাঠে অন্যদের সঙ্গে ভলিবল খেলছিলেন আব্দুল আলীম। এ সময় হঠাৎ অসুস্থ্য হয়ে পড়েন তিনি। পরে দ্রুত তাকে ২৫০ শয্যবিশিষ্ট চাঁপাইবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্ত্যবরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। কিন্তু সেখানে রওনা হওয়ার আগেই তিনি মারা যান। মরদেহটি আইনি প্রক্রিয়া সম্পন্ন করে পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেয়া হয়েছে বলেও তিনি নিশ্চিত করেন।

আলোকিত গৌড়/এম.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর