[email protected] সোমবার, ৫ জানুয়ারি ২০২৬
২২ পৌষ ১৪৩২

চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে মনোনয়ন যাচাই-বাছাইয়ে ৩ প্রার্থীকে বৈধ ঘোষণা

জাহিদুর রহমান

প্রকাশিত: ৩ জানুয়ারি ২০২৬, ১৬:৫৭
আপডেট: ০৪ জানুয়ারি ২০২৬ ১৫:০১

চাঁপাইনবাবগঞ্জ জেলার তিনটি সংসদীয় আসনের মনোনয়ন যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে।

এর অংশ হিসেবে শনিবার (৩ জানুয়ারি) বেলা ১২টায় ৪৫, চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের মনোনয়ন যাচাই-বাছাই কার্যক্রম শুরু হয়।

এ আসনে মোট ৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। যাচাই-বাছাই শেষে এখন পর্যন্ত ৩ জন প্রার্থীকে বৈধ ঘোষণা করা হয়েছে।

এখন পর্যন্ত ৩ জন প্রার্থী হলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোঃ নূরুল ইসলাম (বুলবুল), বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মোঃ হারুনুর রশিদ এবং গণঅধিকার পরিষদের মোঃ শফিকুল ইসলাম।

যাচাই-বাছাইয়ে জাতীয় পার্টির প্রার্থী মো. ফজলুল ইসলাম খানের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক জানিয়েছেন, তার বিরুদ্ধে সিআইবি রিপোর্টে ঋণখেলাপির তথ্য পাওয়ায় মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

অপরদিকে ইসলামি আন্দোলন বাংলাদেশ-এর প্রার্থী মো. মুনিরুল ইসলামের মনোনয়নপত্র আপাতত পেন্ডিং রাখা হয়েছে। তার মনোনয়নপত্রে স্বাক্ষর ও কিছু প্রয়োজনীয় তথ্য অসম্পূর্ণ থাকায় তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়া হয়নি। প্রয়োজনীয় স্বাক্ষর ও তথ্যাদি দাখিলের পর তার মনোনয়নপত্র পুনরায় যাচাই-বাছাই করে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

যাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে, তারা আরপিও ১৪ অনুযায়ী আপিল করার সুযোগ পাবেন। প্রকাশিত গণবিজ্ঞপ্তি অনুযায়ী, কোনো প্রার্থী চাইলে আগামী ৫ থেকে ৯ জানুয়ারির মধ্যে নির্ধারিত কর্তৃপক্ষের কাছে আপিল করতে পারবেন।

মনোনয়ন যাচাই-বাছাই শেষে চাঁপাইনবাবগঞ্জের রাজনৈতিক অঙ্গনে নির্বাচনী আলোচনা ও তৎপরতা আরও জোরদার হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আলোকিত গৌড়/জে.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর