[email protected] সোমবার, ৫ জানুয়ারি ২০২৬
২২ পৌষ ১৪৩২

হলফনামার সঙ্গে আয়কর বিবরণীর অসামঞ্জস্যতায় চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের এক প্রার্থীর মনোনয়ন বাতিল

জাহিদুর রহমান

প্রকাশিত: ৩ জানুয়ারি ২০২৬, ১৮:৪৭

৪৩, চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) সংসদীয় আসনের মনোনয়ন যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে।

বুধবার সকাল ১০টা থেকে শুরু হওয়া যাচাই-বাছাইয়ে এ আসনে মোট ছয়জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। যাচাই-বাছাই শেষে ছয়জনের মধ্যে পাঁচজন প্রার্থীকে বৈধ ঘোষণা করা হয়েছে।

এ সময় জাতীয় পার্টির প্রার্থী আফজাল হোসেনের মনোনয়নপত্র বাতিল করা হয়। নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, তার হলফনামায় ঘোষিত আয়ের সঙ্গে আয়কর বিবরণী (ইনকাম স্টেটমেন্ট)-এর উল্লেখযোগ্য অসামঞ্জস্য পাওয়া গেছে। পাশাপাশি, মনোনয়নপত্রে তার মালিকানাধীন একটি সম্পত্তির তথ্য গোপন রাখার বিষয়টিও প্রমাণিত হওয়ায় বিধি অনুযায়ী মনোনয়নটি বাতিল করা হয়।

নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থী চাইলে নির্ধারিত সময়ের মধ্যে আপিল করার সুযোগ পাবেন।

আলোকিত গৌড়/জে.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর