[email protected] শুক্রবার, ৯ জানুয়ারি ২০২৬
২৬ পৌষ ১৪৩২

নবাবগঞ্জ সরকারি কলেজে ছাত্রশিবিরের 'কবিতা ও রচনা' প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মোঃ মিজানুর রহমান

প্রকাশিত: ৫ জানুয়ারি ২০২৬, ২৩:৫১

ছবিঃ আলোকিত গৌড়

বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নবাবগঞ্জ সরকারি কলেজ শাখার আয়োজনে কবিতা ও রচনা লিখন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় নবাবগঞ্জ সরকারি কলেজের একটি কক্ষে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রতিযোগিতায় নির্বাচিত প্রথম ১০ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার হিসেবে বিজয়ীদের বই, ডায়েরি, কলম, স্টিকার ও ব্যাগ দেওয়া হয়।

প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সালমা ফাওজিয়া। দ্বিতীয় হন অনার্স চতুর্থ বর্ষের প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষার্থী আবু রায়হান এবং তৃতীয় স্থান অর্জন করেন একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সুনাইদাহ সোহা।

এছাড়া চতুর্থ থেকে দশম স্থান অর্জন করেন মাহমুদ আক্তার হাবিব, জান্নাতুন নাঈম, তাজ অয়ালিউল্লাহ, আহনাফ শাহরিয়ার সার্থক, আমেনা খাতুন, মৌমিতা আকবর নিশি ও মাহফুজ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নবাবগঞ্জ সরকারি কলেজ শাখার সভাপতি মো. রবিউল ইসলাম, সেক্রেটারি মো. রায়হান আলীসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

সভাপতির বক্তব্যে মো. রবিউল ইসলাম বলেন, বই পড়া ও লেখালেখির চর্চা শিক্ষার্থীদের জ্ঞান ও মননশীলতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি বলেন, বিজয় দিবসের চেতনায় শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতা ও দেশপ্রেম জাগ্রত করতেই এ আয়োজন করা হয়েছে।

আলোকিত গৌড়/এম.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর