[email protected] শুক্রবার, ৯ জানুয়ারি ২০২৬
২৬ পৌষ ১৪৩২

ভোলাহাটে ফসলি জমি খননের দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ভেকুর ব্যাটারি জব্দ

মোঃ সুহাস উদ্দিন

প্রকাশিত: ৭ জানুয়ারি ২০২৬, ০৭:০১

ছবিঃ আলোকিত গৌড়

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার আইঘাড়াপাড়া বিলে অবৈধভাবে ফসলি জমির মাটি খননের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে এ অভিযানে একটি ভেকু মেশিনের ব্যাটারি জব্দ করা হয় এবং একটি ট্রাকের চালককে জরিমানা করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, আইঘাড়াপাড়া বিলে ভেকু মেশিন ব্যবহার করে ফসলি জমির মাটি কেটে বাণিজ্য করা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শামীম হোসেন।

অভিযানকালে ঘটনাস্থলে মূল অভিযুক্ত ব্যক্তি ও ভেকু মেশিনের মালিককে পাওয়া না যাওয়ায় মাটি বহনকারী ট্রাকের চালককে ১ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে মাটি কাটার কাজে ব্যবহৃত ভেকু মেশিনের একটি বড় ব্যাটারি জব্দ করা হয়।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. শামীম হোসেন বলেন, ফসলি জমি রক্ষা এবং অবৈধ মাটি খনন বন্ধ করতেই এ অভিযান পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে এবং প্রয়োজনে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আলোকিত গৌড়/এম.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর