চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার কসবা ইউনিয়নের খান্দুরা গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত একটি বাড়ি পরিদর্শন করেছেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের এমপি প্রার্থী ড. মো. মিজানুর রহমান।
মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে তিনি ঘটনাস্থলে যান। ক্ষতিগ্রস্ত বাড়িটির মালিক খান্দুরা গ্রামের বাসিন্দা মো. মোকলেসুর রহমান (মুকুর)।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ জানুয়ারি রাতে একটি গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে বাড়ির বিভিন্ন অংশে। এতে ঘরের আসবাবপত্র, প্রয়োজনীয় মালামাল ও মূল্যবান জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। বাড়ির একটি বড় অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
খবর পেয়ে ড. মো. মিজানুর রহমান ঘটনাস্থলে এসে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন। তিনি এ দুঃখজনক ঘটনায় গভীর সমবেদনা জানান এবং ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।
আলোকিত গৌড়/এম.আর
মন্তব্য করুন: