চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের বামুনগাঁও যুব শক্তি ক্লাবের উদ্যোগে আয়োজিত “নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট”-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) রাতে ধাইনগর ইউনিয়নের বামুনগাঁও মহাজনের আমবাগানে বর্ণাঢ্য আয়োজন ও বিপুল দর্শক উপস্থিতির মধ্য দিয়ে এই ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।
মো. সুমন মিঞার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান ড. মাওলানা কেরামত আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ধাইনগর ইউনিয়ন শাখার আমীর মো. মোজতাহিদুল ইসলাম, শিবগঞ্জ উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মো. শাহাদাত হোসেন, মো. হাসানুজ্জামান (পুতুল ডাক্তার), মো. মাইনুল ইসলাম বাচ্চু, মো. কামারুজ্জামান বাবু ও মো. খলিলুর রহমান।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাওলানা মো. আব্দুল্লাহ আল মাসুদ। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্রীড়ানুরাগীরা উপস্থিত ছিলেন।
খেলা শেষে বিজয়ী চ্যাম্পিয়ন দলের হাতে পুরস্কার হিসেবে একটি বড় ফ্রিজ তুলে দেওয়া হয়। রানারআপ দলকে নগদ ১০ হাজার টাকা প্রাইজমানি প্রদান করা হয়।
আয়োজকরা জানান, এ ধরনের ক্রীড়া আয়োজন যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে সুস্থ বিনোদন ও সামাজিক সম্প্রীতি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আলোকিত গৌড়/এম.আর
মন্তব্য করুন: