আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর-নাচোল-ভোলাহাট) আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বিএনপি মনোনীত দুই প্রার্থীর মধ্যে শিক্ষাগত যোগ্যতা, আয় ও সম্পদের ক্ষেত্রে ভিন্ন চিত্র উঠে এসেছে। নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামা বিশ্লেষণে এ তথ্য পাওয়া গেছে।
হলফনামা অনুযায়ী, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ড. মিজানুর রহমান শিক্ষাগত যোগ্যতায় এগিয়ে রয়েছেন। তিনি পিএইচডি ডিগ্রিধারী। তার বয়স ৪৯ বছর। পেশায় তিনি শিক্ষক। আয়ের উৎস হিসেবে কৃষিখাত, ব্যবসা ও শিক্ষকতার কথা উল্লেখ করেছেন। তার বার্ষিক আয় দেখানো হয়েছে ৩ লাখ ৮৮ হাজার ৩৬৫ টাকা। মোট সম্পদের পরিমাণ ৪৪ লাখ ৮৫ হাজার ৯১৫ টাকা। নগদ অর্থ রয়েছে ২ লাখ টাকা। তার বিরুদ্ধে বর্তমানে দুটি মামলা চলমান বলে হলফনামায় উল্লেখ রয়েছে। অলংকারের কোনো সম্পদের তথ্য তিনি দেননি।
অন্যদিকে বিএনপি মনোনীত এমপি প্রার্থী আমিনুল ইসলাম আয় ও সম্পদের দিক থেকে এগিয়ে রয়েছেন। তার বয়স ৫৬ বছর। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক। পেশায় তিনি একজন ব্যবসায়ী। আয়ের উৎস হিসেবে কৃষিখাত ও ব্যবসার কথা উল্লেখ করেছেন। হলফনামায় তার বার্ষিক আয় দেখানো হয়েছে ৩৮ লাখ ৫২ হাজার টাকা। তার মোট সম্পদের পরিমাণ ১৬ কোটি ৫৫ লাখ টাকা। নগদ অর্থ রয়েছে ৩ কোটি ১৬ লাখ ৭৩ হাজার ৫২ টাকা। এছাড়া তার নামে ৭ লাখ ২৫ হাজার টাকার অলংকার রয়েছে। হলফনামা অনুযায়ী, তার বিরুদ্ধে বর্তমানে কোনো মামলা নেই।
নির্বাচন কমিশনের তথ্য বিশ্লেষণে দেখা যায়, একদিকে শিক্ষাগত যোগ্যতা, অন্যদিকে আয় ও সম্পদ এই দুই ভিন্ন মানদণ্ডে দাঁড়িয়ে চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর-নাচোল-ভোলাহাট) আসনে দুই প্রার্থীর অবস্থান। শেষ পর্যন্ত ভোটারদের রায়ই নির্ধারণ করবে কে যাবেন জাতীয় সংসদে।
আলোকিত গৌড়/এম.আর
মন্তব্য করুন: