[email protected] রবিবার, ১১ জানুয়ারি ২০২৬
২৮ পৌষ ১৪৩২

ভোলাহাটে ট্রাক্টর-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

মোঃ সুহাস উদ্দিন

প্রকাশিত: ৯ জানুয়ারি ২০২৬, ১৯:৫১

ছবিঃ আলোকিত গৌড়

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মিলন আলী (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার (৯ জানুয়ারি) সকাল পৌনে ৮টার দিকে ভোলাহাট–কানসাট আঞ্চলিক সড়কের খাসপাড়ামোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিলন আলী শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের ধোমানীনগর গ্রামের বিকল আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মিলন আলী মোটরসাইকেলযোগে ভোলাহাট থেকে শিবগঞ্জের গোলাপ বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় খাসপাড়ামোড় এলাকায় বিপরীত দিক থেকে আসা মদিনা ইটভাটাগামী মাটি বোঝাই একটি ট্রাক্টরের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি সড়ক থেকে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান এবং অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য মো. ইব্রাহীম জানান, দুর্ঘটনার পর ট্রাক্টরটির চালক পালিয়ে যায়।

ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ঘাতক ট্রাক্টরটি জব্দের প্রক্রিয়া চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আলোকিত গৌড়/এম.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর