[email protected] বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬
১ মাঘ ১৪৩২

ভোলাহাটে ইকো (ECHO)-র উদ্যোগে ১০০ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

মোঃ সুহাস উদ্দিন

প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২৬, ২০:৩২

ছবি- আলোকিত গৌড়

তীব্র শৈত্যপ্রবাহে বিপাকে পড়া চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে আন্তর্জাতিক মানবিক সংস্থা ইকো (ECHO - Educational Charitable Humanitarian Organization, USA)।

রোববার (১২ জানুয়ারি) বিকেলে উপজেলার ইমামনগর এলাকায় 'ভোলাহাট মানবসেবা সংগঠন'-এর সার্বিক তত্ত্বাবধানে ১০০ জন শীতার্ত ব্যক্তির মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলাহাট পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মো. ইব্রাহীম, ভোলাহাট মোহবুল্লাহ মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক নূরে আলম মুক্তা এবং হাঁউসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহফুজুর রহমান সোহেল।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ২নং গোহালবাড়ি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের জনপ্রতিনিধি মো. রহমাতুল্লাহ এবং ভোলাহাট মানবসেবা সংগঠনের সভাপতি মো. রাসেল আহমেদ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কনকনে শীতে অবহেলিত ও অসহায় মানুষের কষ্ট লাঘবে ইকো-র এই মানবিক উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। প্রবাসীদের অর্থায়নে পরিচালিত এই সংস্থাটি শিক্ষা ও আর্তমানবতার সেবায় সব সময় অবদান রেখে আসছে। আগামীতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর