আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে কর্মরত সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মো. আমিনুল ইসলাম।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মোড় সংলগ্ন (মেডিকেল মোড়) উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় তিনি উপস্থিত সাংবাদিকদের সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে এলাকার উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকা রাখার আহ্বান জানান।
নির্বাচনী পরিকল্পনা তুলে ধরে আমিনুল ইসলাম বলেন, "আগামী নির্বাচনে মহান আল্লাহর রহমতে এবং জনগণের ভোটে জয়ী হতে পারলে ভোলাহাট উপজেলার ঐতিহ্যবাহী 'বিলভাতিয়া'র উন্নয়নকে অগ্রাধিকার দেব। এখানে কৃষি, মৎস্য, বনায়ন, বিনোদন ও প্রাণিসম্পদ উন্নয়নের ব্যাপক সুযোগ রয়েছে। বিলভাতিয়াকে একটি আধুনিক অর্থনৈতিক ও পর্যটন জোন হিসেবে গড়ে তুলতে পারলে পুরো চাঁপাইনবাবগঞ্জ জেলার অর্থনীতির চিত্র পাল্টে যাবে।"
সভায় উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ারুল ইসলাম বলেন, "ভোলাহাট বিএনপিতে বর্তমানে কোনো বিভেদ নেই। ছোটখাটো কিছু সমস্যা থাকলেও তা দুই-এক দিনের মধ্যে সমাধান হয়ে যাবে। প্রতীক বরাদ্দের পর উপজেলার সকল নেতাকর্মী ধানের শীষের বিজয় নিশ্চিত করতে একযোগে মাঠে নামবে।"
এ সময় আরও উপস্থিত ছিলেন— উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. মাহতাব উদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. বেলাল উদ্দিন, সদস্য সচিব মো. মনসুর আলী, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মো. মিজানুর রহমান মিজু, বিএনপি নেতা মো. আলাউদ্দিন ঠিকাদার, মহিলা নেত্রী রেশমাতুল আরশ রেখা এবং উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কায়সার আহমেদসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: