চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে আর্তমানবতার সেবায় ও দরিদ্র মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি ২০২৬) দিনব্যাপী উপজেলার গোহালবাড়ী ইউনিয়নের ইমামনগর এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড. মিজানুর রহমানের বিশেষ উদ্যোগে এই ক্যাম্পের আয়োজন করা হয়।
মেডিকেল ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল দিনব্যাপী কয়েকশ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও পরামর্শ প্রদান করেন। ক্যাম্পে মেডিসিন, চর্ম ও যৌন রোগ এবং জেনারেল ফিজিশিয়ানসহ বিভিন্ন বিভাগের চিকিৎসকরা উপস্থিত ছিলেন। সাধারণ মৌসুমী রোগের পাশাপাশি দীর্ঘদিনের জটিল ও কঠিন রোগে আক্রান্ত অসংখ্য রোগীকে প্রয়োজনীয় ব্যবস্থাপত্র দেওয়া হয়।
উপজেলার প্রত্যন্ত এলাকা থেকে আসা শতশত অসহায় ও দরিদ্র মানুষ এই সেবা গ্রহণ করেন। বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় সুবিধাবঞ্চিত বাসিন্দারা।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, মানবিক দায়বদ্ধতা থেকেই এই স্বাস্থ্যসেবা কার্যক্রমের আয়োজন করা হয়েছে। ড. মিজানুর রহমানের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনী এলাকার জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করা এবং তাদের সুখে-দুঃখে পাশে থাকাই এই উদ্যোগের মূল লক্ষ্য। ভবিষ্যতে উপজেলার অন্যান্য ইউনিয়নগুলোতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম পর্যায়ক্রমে পরিচালনা করা হবে।
ক্যাম্প পরিচালনায় স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবক উপস্থিত থেকে সহযোগিতা করেন।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: