[email protected] শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬
৪ মাঘ ১৪৩২

চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের অভিযানে ৩ কোটি টাকার হেরোইনসহ গ্রেফতার ১

ফয়সাল আহমেদ

প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২৬, ১৩:৫৯

ছবি- আলোকিত গৌড়

চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গায় নিজ বসতবাড়ী থেকে প্রায় তিন কোটি টাকার অবৈধ মাদক হেরোইনসহ চিহ্নিত মাদক কারবারী এব্রান আলী (৫৫) কে গ্রেফতার করেছে র‍্যাব-৫, সিপিসি-১।

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় সচেষ্ট থেকে বিভিন্ন সন্ত্রাসী ও অপরাধীদের আইনানুগভাবে গ্রেফতারে র‍্যাব সক্রিয় ভূমিকা রেখে যাচ্ছে। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি ২০২৬) সদর উপজেলার চরবাগডাঙ্গা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

র‍্যাব বলছে, গোপন তথ্যের ভিত্তিতে বুধবার রাত ১২টা ৩০ মিনিটে র‍্যাব-৫, সিপিসি-১ এর একটি আভিযানিক টহল দল চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন এলাকাগুলোতে অভিযান পরিচালনার উদ্দেশ্যে বের হয়। এসময় গোপন সূত্রে জানতে পারে চরবাগডাঙ্গা ইউনিয়নের ৩নং ওয়ার্ড মালবাগডাঙ্গা সোনাপট্টি গ্রামের বাসিন্দা এব্রান আলী নিজ বাড়িতে হেরোইন মজুদ করে রেখেছে।

পরে রাত ১টা ৫ মিনিটের দিকে অভিযানে গিয়ে এব্রান আলীকে আটক করে র‍্যাব। তার হেফাজতে থাকা কাপড়ের বাজার করার ব্যাগ থেকে ৩০টি স্বচ্ছ পলিথিন প্যাকেটে রাখা ৩.১ কেজি হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব হেরোইনের আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ১০ লাখ টাকা বলে জানায় র‍্যাব।

গ্রেফতারকৃত আসামি এব্রান আলী এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‍্যাব নিশ্চিত করেছে।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর