[email protected] শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬
৪ মাঘ ১৪৩২

চাঁপাইনবাবগঞ্জে ব্যবসায়ীদের সমস্যা ও করণীয় নিয়ে নূরুল ইসলাম বুলবুলের মতবিনিময় সভা

এম. হাসান

প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২৬, ১৬:৪৭

ছবিঃ আলোকিত গৌড়

ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডাব্লিওএফ), চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে ব্যবসায় ক্ষেত্রের সমস্যা চিহ্নিতকরণ ও করণীয় শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) সকালে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার ভবনের হলরুমে সদর উপজেলার বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীদের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ও ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল।

আইবিডাব্লিওএফ চাঁপাইনবাবগঞ্জ জেলা সভাপতি মো. আলাউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সাবেক এমপি অধ্যাপক লতিফুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. নজরুল ইসলাম, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মোখলেসুর রহমান।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মো. তরিকুল ইসলাম মোল্লা, মো. ইকবাল হোসেন, শামসুজ্জাহা মুকুল, তরিকুল ইসলামসহ স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ।

আলোকিত গৌড়/এম.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর