[email protected] শুক্রবার, ৮ আগস্ট ২০২৫
২৩ শ্রাবণ ১৪৩২

বিশ্ব ইজতেমার প্রথম দিনে এক মুসল্লির মৃত্যু

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২৫, ১৫:১০

ফাইল ছবি

বিশ্ব ইজতেমায় এক মুসল্লির মৃত্যু হয়েছে। তার নাম আব্দুল কুদ্দুস গাজী (৬০)।

শুক্রবার (৩১ জানুয়ারি) তিনি অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন।

আব্দুল কুদ্দুস খুলনা জেলার ডুমুরিয়া বাজার এলাকার লোকমান হোসেন গাজীর ছেলে।

তাবলিগ জামাতের শুরায়ি নেজামের মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে শুক্রবার ফজরের নামাজের পর বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হয়। এই পর্ব হবে ছয় দিনব্যাপী। দুটি ধাপে অনুষ্ঠিত হবে এই পর্ব।

প্রথম ধাপ ৪১ জেলার মুসল্লি নিয়ে শেষ হবে ২ ফেব্রুয়ারি। আর ২৩ জেলা নিয়ে দ্বিতীয় ধাপের ইজতেমা শেষ হবে ৫ ফেব্রুয়ারি।

এরপর ১৪ ফেব্রুয়ারি থেকে মাওলানা সাদপন্থিদের তিনদিনের ইজতেমা হওয়ার কথা রয়েছে।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর