[email protected] বৃহঃস্পতিবার, ১ জানুয়ারি ২০২৬
১৮ পৌষ ১৪৩২

রাজশাহীর দুর্গাপুরে একসঙ্গে ৮ জনের বিষপান, ২ নারীর মৃত্যু

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১ মার্চ ২০২৫, ২২:০৯

ফাইল ছবি

রাজশাহীর দুর্গাপুরে গত ২৪ ঘণ্টায় বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছেন শিশুসহ ৮ জন। তাদের মধ্যে ২ নারীর মৃত্যু হয়েছে।

শনিবার (১ মার্চ) সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

মৃত দুই নারী হলেন, দুর্গাপুর উপজেলার পানানগর ইউনিয়নের তেবিলা গ্রামের রেন্টুর স্ত্রী তহমিনা ও দূর্গাপুর পৌর এলাকার পাইকড়তলি গ্রামের ওয়াসিমের স্ত্রী জান্নাতুন।

বিষয়টি নিশ্চিত করে দূর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মেহেদী হাসান বলেন, গত ২৪ ঘণ্টায় ৮ জন রোগী বিষপান করে হাসপাতালে ভর্তি হয়। তাদের মধ্যে ৫ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করার পর চিকিৎসাধীন অবস্থায় দু’জনের মৃত্যু হয়। আর বাকি তিনজন দূর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। তাদের অবস্থা বর্তমানে ভালো রয়েছে বলেও জানান ওই চিকিৎসক।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর