[email protected] শুক্রবার, ৯ মে ২০২৫
২৫ বৈশাখ ১৪৩২

পতাকা বৈঠকের পর বাংলাদেশি কিশোরকে ফেরত দিলো বিএসএফ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৫, ২২:১৬

সংগৃহিত ছবি

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতের বিএসএফ এক বাংলাদেশি কিশোরকে বিজিবির কাছে হস্তান্তর করেছে। কিশোরের নাম মিজানুর রহমান (১৬), বাড়ি মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার কালই গ্রামে। তিনি জিয়াউর রহমানের ছেলে।

বিজিবি ৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক সাইফুল ইসলাম জানান, সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টায় পতাকা বৈঠকে বিএসএফ কিশোরকে হস্তান্তর করে। বৈঠকে অংশ নেন বিএসএফের ১৯৪ ব্যাটালিয়নের সুন্দর ক্যাম্পের ইন্সপেক্টর অজিত ও বিজিবির পলিয়ানপুর বিওপির নায়েব সুবেদার সাইফুল ইসলাম।

বিএসএফ জানায়, মিজানুর রহমান অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করলে তারা তাকে আটক করে এবং পরিচয় নিশ্চিত হওয়ার পর বিজিবিকে ফেরত দেয়।

মহেশপুর থানার ওসি ফয়েজ উদ্দিন মৃধা বলেন, কিশোরের বয়স ১৬ বছর হওয়ায় আইনগত বাধ্যবাধকতার কারণে তাকে যশোরের জাস্টিস অ্যান্ড কেয়ার সেন্টারে পাঠানো হয়েছে।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর