[email protected] শুক্রবার, ৯ মে ২০২৫
২৫ বৈশাখ ১৪৩২

শিবির নেতা শাহাবুদ্দিনকে ‘বন্দুকযুদ্ধে’ হত্যার অভিযোগে ১৩ পুলিশের বিরুদ্ধে মামলা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২২ এপ্রিল ২০২৫, ২১:৪১

ফাইল ছবি

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ছাত্রশিবির সভাপতি শাহাবুদ্দিন পাটোয়ারীকে কথিত ‘বন্দুকযুদ্ধে’ গুলি করে হত্যার অভিযোগে ১০ বছর পর ১৩ জন পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা হয়েছে।

মঙ্গলবার (২২ এপ্রিল) কুমিল্লার সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতে এই মামলা দায়ের করেন নিহত শাহাবুদ্দিনের বাবা জয়নাল আবেদীন পাটোয়ারী। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার আইনজীবী অ্যাডভোকেট মো. শাহজাহান।

মামলায় যাদের আসামি করা হয়েছে, তাদের মধ্যে রয়েছেন তৎকালীন চৌদ্দগ্রাম থানার ওসি উত্তম কুমার চক্রবর্তী, ওসি (তদন্ত) আব্দুল্লাহ আল মাহফুজ, পরিদর্শক নুরুজ্জামান হাওলাদার, ডিবির সাব-ইন্সপেক্টর শাহ কামাল, কনস্টেবল নুর হোসেন, আনসার সদস্য মুরাদ হোসেনসহ আরও কয়েকজন।

আইনজীবী শাহজাহান জানান, ২০১৫ সালের ৫ ফেব্রুয়ারি চৌদ্দগ্রাম থানা পুলিশ সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের নির্দেশে শাহাবুদ্দিনকে তার মায়ের সামনে থেকে আটক করে। পরদিন ৬ ফেব্রুয়ারি কথিত বন্দুকযুদ্ধের নামে তাকে হত্যা করা হয়।

নিহতের বোন ফারজানা আক্তার তখন সাংবাদিকদের জানিয়েছিলেন, তার ভাইকে পুলিশ তুলে নিয়ে ঠাণ্ডা মাথায় গুলি করে হত্যা করেছে। ঘটনার প্রায় এক দশক পর আদালতের শরণাপন্ন হয়েছেন নিহতের পরিবার। মামলাটি বর্তমানে বিচারিক প্রক্রিয়ার অপেক্ষায় রয়েছে।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর