বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রঘোষিত গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুর-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদ সাঈদীর হাত ধরে হিন্দু সম্প্রদায়ের ২৯ জন ব্যক্তি দলটিতে যোগ দিয়েছেন। মাসুদ সাঈদী জামায়াতের সাবেক নায়েবে আমির ও সংসদ সদস্য আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর পুত্র।
গত শনিবার (২৬ এপ্রিল) সকালে পিরোজপুর সদর উপজেলার হুলারহাট, পিটিআই, খালিশাখালী, রায়েরকাঠি ও মরিচাল এলাকায় গণসংযোগে অংশ নেন মাসুদ সাঈদী। এ সময় তার আহ্বানে সাড়া দিয়ে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ জামায়াতে ইসলামীতে যোগদানের সহযোগী সদস্য ফরম পূরণ করেন।
জামায়াতে যোগদানকারী সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হলেন: কুণ্ড সাহা, বিশ্বজিৎ সাহা, জয় সাহা, সমিরণ দাস, উত্তম কুণ্ড, নিতাই কুণ্ড, অচিন কুণ্ড, সুনীল দাস, কৃষ্ণ রায়, কৃষ্ণ কুমার মাঝি, সুকান্ত মিস্ত্রী, রতন কুমার শীল, নিতাই মণ্ডল, সুকুমার রায়, মনিন্দ্র লাল সাহা এবং জয়দেব মিত্র।
এ ছাড়া, পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার পত্তাশী ইউনিয়নেও জামায়াতের দেশব্যাপী দাওয়াতি পক্ষ ও সহযোগী সদস্য সংগ্রহ অভিযানের অংশ হিসেবে গত সোমবার (২৮ এপ্রিল) বিকেলে আরো ১০ জন হিন্দু ধর্মাবলম্বী জামায়াতে ইসলামীতে যোগ দেন। বিষয়টি মঙ্গলবার (২৯ এপ্রিল) নিশ্চিত করেন জামায়াতের ইন্দুরকানী উপজেলা আমির মাওলানা আলী হোসেন।
এ ঘটনাকে জামায়াতের নেতারা ‘ধর্ম-বর্ণ নির্বিশেষে ইসলামী আন্দোলনের প্রতি মানুষের আস্থার প্রতিফলন’ হিসেবে দেখছেন।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: