[email protected] শুক্রবার, ৯ মে ২০২৫
২৫ বৈশাখ ১৪৩২

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৩১ জুলাই জাকসু নির্বাচন: তফসিল ঘোষণা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১ মে ২০২৫, ১২:১৫

সংগৃহিত ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। দীর্ঘ ৩২ বছর পর এই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৩১ জুলাই। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। একই দিনে ভোট গণনা শেষে ফলাফলও প্রকাশ করা হবে।

বুধবার (৩০ এপ্রিল) দিবাগত রাত পৌনে ১টার দিকে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান আনুষ্ঠানিকভাবে নির্বাচনের তফসিল ঘোষণা করেন। এর আগে রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপাচার্য অধ্যাপক ড. মো. মোহাম্মদ কামরুল আহসান নির্বাচনের তারিখ ঘোষণা করেন।

তিনি জানান, জাকসুর গঠনতন্ত্রের ৮-এর (খ) ধারা অনুযায়ী কেন্দ্রীয় সংসদের পাশাপাশি হল সংসদ নির্বাচনও একই দিনে অনুষ্ঠিত হবে। এ সময় তিনি বলেন, দীর্ঘদিন ধরে জাকসু না থাকায় বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্ষদে শিক্ষার্থীদের কোনো প্রতিনিধি ছিল না। এবার নির্বাচন অনুষ্ঠিত হলে শিক্ষার্থীরা তাদের প্রতিনিধি ফিরে পাবে এবং নীতিনির্ধারণী পর্যায়ে তাদের কণ্ঠস্বর প্রতিষ্ঠিত হবে।

তফসিল অনুযায়ী, ১২ মে প্রকাশ করা হবে খসড়া ভোটার তালিকা ও আচরণবিধি। এরপর ২১ মে পর্যন্ত আপত্তি ও মতামত গ্রহণ করা হবে। ৩০ জুন প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা ও আচরণবিধি। মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে ১ থেকে ৩ জুলাইয়ের মধ্যে এবং জমা দেওয়ার শেষ দিন নির্ধারণ করা হয়েছে ৭ জুলাই। ৯ জুলাই মনোনয়ন যাচাই-বাছাই শেষে খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হবে এবং ১১ জুলাই পর্যন্ত আপিল গ্রহণ চলবে।

১৪ জুলাই মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন এবং ১৫ জুলাই চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ১৬ জুলাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। ওই দিন থেকেই ২৮ জুলাই রাত ১২টা পর্যন্ত চলবে নির্বাচনী প্রচারণা।

উপাচার্য আরও জানান, গতকাল পরিবেশ পরিষদের একটি মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠন, ক্রীড়া সংগঠন ও রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, একটি সুন্দর ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের দীর্ঘ প্রতীক্ষার ফল পাবে।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর