[email protected] শুক্রবার, ৯ মে ২০২৫
২৫ বৈশাখ ১৪৩২

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে

জাবিতে অনির্দিষ্টকালের জন্য বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩ মে ২০২৫, ১৪:৪২

ফাইল ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার (৩ মে) থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এটি বলবৎ থাকবে বলে জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিসের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও আবাসিক হল সংসদের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। নির্বাচনী এই গুরুত্বপূর্ণ সময়ে ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করাকে প্রশাসন অগ্রাধিকার দিচ্ছে। এ কারণেই ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অবশ্যই নিজ নিজ পরিচয়পত্র বহন করতে হবে। নিরাপত্তা ব্যবস্থাকে কঠোর করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ সিদ্ধান্তের ফলে ক্যাম্পাসে শিক্ষার্থীদের নির্বাচনী পরিবেশ যাতে শান্তিপূর্ণ ও সুষ্ঠু থাকে, তা নিশ্চিত করার প্রচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে। নিরাপত্তা পরিস্থিতির প্রতি গুরুত্ব দিয়ে প্রশাসন এই সময় বহিরাগতদের যেকোনো ধরনের অনুপ্রবেশ রোধে কড়া অবস্থানে রয়েছে।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর