শনিবার (৩ মে) বেলা ১১ টায় জাতীয় আদিবাসী পরিষদ কৃতক কেন্দ্রীয় সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়।
রাজশাহীর আলুপট্টি মোড়ে বর্ণাঢ্য র্যালীর আয়োজন করে জাতীয় আদিবাসী পরিষদ। বর্ণাঢ্য র্যালির উদ্বোধন করেন ভাষা সৈনিক মোশাররফ হোসেন আখুঞ্জি। র্যালিটি আলুপট্টি মোড় থেকে শুরু করে রাজশাহী কলেজের সামনে দিয়ে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে সমাপ্ত হয়। এ সময় আদিবাসীরা তাদের ঐতিহ্যবাহী নাচের সাথে র্যালির অংশ হয়ে এগিয়ে যায়।
রাজশাহীর জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি এ্যাড. বাবুল রবিদাস। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন প্রকল্প চেয়ারম্যান ড. এম. আসাদুজ্জামান এবং বিশেষ অতিথি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও ছাত্র উপদেষ্টা ড. মোঃ আমিরুল ইসলাম কনক।
আদিবাসীদের আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, সমতল আদিবাসীদের জন্য পৃথক ও স্বাধীন ভূমি কমিশন গঠন সহ বিভিন্ন দাবীতে কেন্দ্রীয় সম্মেলনকে সফল করতে বর্ণাঢ্য র্যালী করেছে জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটি।
আলোকিত গৌড়/এম.আর
মন্তব্য করুন: