তিন বছর মেয়াদি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্স সম্পন্ন করেও কোনো স্নাতক ডিগ্রি না পাওয়ায় তীব্র অসন্তোষ জানিয়ে রাজশাহীতে অবস্থান কর্মসূচি পালন করেছেন নার্সিং শিক্ষার্থীরা।
রোববার (৪ মে) দুপুর ১টা থেকে প্রতিবেদন লেখা পর্যন্ত তারা রাজশাহী মহানগরীর অন্যতম পয়েন্ট রেলগেটে এ অবস্থান কর্মসূচি পালন করে।
অবস্থান কর্মসূচি থেকে শিক্ষার্থীরা জানান, শুধুমাত্র একটি দাবিকে কেন্দ্র করে তাদের কোর্সকে ডিগ্রি সমমান করার জন্য তারা এই আন্দোলনে নেমেছেন। তাদের দাবি মানা না হলে আন্দোলন চলবে বলেও তারা জানান।
এ সময় শিক্ষার্থী রাজু সরকার বলেন, আমরা তিন বছর ধরে কঠোর পরিশ্রম করে কোর্স শেষ করি, অথচ আমাদের ডিগ্রি নেই। এটা এক ধরনের অবিচার। আমরা চাই এই ডিপ্লোমা কোর্সকে স্নাতক সমমান দেওয়া হোক।
জান্নাতুল ফেরদৌস বলেন, এটা আমাদের প্রাণের দাবি। আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি। অথচ আমাদের ওপর পুলিশের বর্বর হামলা চালানো হয়েছে, যা আমরা তীব্রভাবে নিন্দা ও প্রতিবাদ জানাই।
সোমা খাতুন বলেন, এইচএসসি সমমানের মর্যাদা দিয়ে আমাদের ভবিষ্যৎ ধ্বংস করে দেওয়া হচ্ছে। আমরা চাই, সরকার দ্রুত আমাদের দাবি বাস্তবায়ন করুক।
শিক্ষার্থীরা আরও অভিযোগ করেন, বিএনএমসির রেজিস্ট্রারের পরোক্ষ মদদে পুলিশ তাদের ওপর হামলা চালিয়েছে। সেই সাথে রেজিস্ট্রারের পদত্যাগের দাবিও তারা জানান।
অন্যদিকে, আন্দোলনের কারণে বিভিন্ন স্থান থেকে আসা গাড়ি রাস্তায় আটকে বিশাল যানজটের মধ্যে পড়ে পথচারীরা ব্যাপক ভোগান্তির মধ্যে পড়েন। অতিষ্ঠ হয়ে পড়েন পথচারীরা। বিশেষ করে প্রচণ্ড গরমে ছোট শিশু নিয়ে যারা রাস্তার গাড়িতে আটকে ছিলেন তারা ব্যাপক সমস্যার মধ্যে পড়েন। তারা শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেন।
ডিপ্লোমা ইন মিডওয়াইফারি রাজশাহীর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। একই সঙ্গে দেশের অন্যান্য মেডিকেল কলেজের ইন্টার্ন শিক্ষার্থীরাও তাদের কার্যক্রম থেকে বিরত থাকার সিদ্ধান্ত নেয়।
আলোকিত গৌড়/এম.আর
মন্তব্য করুন: