গাজীপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর গাড়িবহরে হামলার ঘটনায় বিক্ষোভ ও সমাবেশ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং এনসিপি নেতাকর্মীরা।
রোববার (৪ মে) রাত ৮টার দিকে গাজীপুরের বোর্ড বাজারে আইইউটির সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা তাৎক্ষণিক বিক্ষোভ করেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুর জেলা যুগ্ম-আহ্বায়ক সানিউল আলম নাবিল বলেন, "আমরা জানতাম না তিনি (হাসনাত আব্দুল্লাহ) এদিকে আসবেন। তার গাজীপুরে কোনো পূর্বনির্ধারিত কর্মসূচি ছিল না। তবে এনসিপির কেন্দ্রীয় নেতারা বিষয়টি জানতেন কি না, তা নিশ্চিত নই।”
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার রবিউল হাসান জানান, গাজীপুরের সালনা কৃষি বিশ্ববিদ্যালয় এলাকায় একটি অনুষ্ঠান শেষে ঢাকায় ফিরছিলেন হাসনাত আব্দুল্লাহ। ফেরার পথে চান্দনা চৌরাস্তা এলাকায় গাড়িবহর জ্যামে আটকে গেলে হঠাৎ ৪-৫টি মোটরসাইকেলে করে এসে দুর্বৃত্তরা হামলা চালায়।
হামলায় হাসনাত আব্দুল্লাহর হাতে আঘাত লাগে এবং তার গাড়ির গ্লাস ও উইন্ডশিল্ড ভেঙে যায়। পুলিশ পরে তাকে ঘটনাস্থল থেকে নিরাপদে ঢাকায় পৌঁছে দেয়।
উপকমিশনার আরও জানান, “ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত শুরু হয়েছে। শিগগিরই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনার প্রতিবাদে রাত ৯টার দিকে চান্দনা চৌরাস্তা এলাকায় ফের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেন এনসিপি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবির গাজীপুর মহানগর শাখার সভাপতি রেজাউল ইসলাম, ছাত্র সমন্বয়ক আব্দুল্লাহ আল মহিম, মহসিন, ফাহিম, মোকারিম বিল্লাহ ও রোকন প্রমুখ।
হামলার নিন্দা জানিয়ে বক্তারা অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানান।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: