[email protected] শুক্রবার, ৯ মে ২০২৫
২৫ বৈশাখ ১৪৩২

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৫ মে ২০২৫, ১৪:৪৮

কসবা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত (ফাইল ছবি)

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে সাকিব (১৭) নামে এক বাংলাদেশি তরুণ নিহত হয়েছেন। সোমবার (৫ মে) সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সাকিব উপজেলার বায়েক ইউনিয়নের মাদলা গুচ্ছগ্রামের বাসিন্দা মোতালেব হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাত পৌনে ১২টার দিকে কসবার মাদলা সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে সাকিব ও এক ভারতীয় নাগরিক গুলিবিদ্ধ হন। আহত অবস্থায় স্থানীয়রা সাকিবকে কুমিল্লা মেডিকেলে ও অপর ভারতীয় নাগরিককে ঢাকায় পাঠান। পরে চিকিৎসাধীন অবস্থায় সাকিবের মৃত্যু হয়।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “গুলিবিদ্ধ হয়ে দুইজন আহত হন। একজন বাংলাদেশের, অন্যজন ভারতের। নিহত সাকিবের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ভারতীয় নাগরিকের পরিচয় জানার চেষ্টা চলছে।”

স্থানীয় ইউপি সদস্য নিজাম উদ্দিন জানান, নিহত সাকিবের মরদেহ বাড়িতে আনা হয়েছে। কী কারণে তারা সীমান্ত এলাকায় গিয়েছিল, তা এখনো স্পষ্ট নয়।

কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছামিউল ইসলাম বলেন, “বায়েক ইউনিয়নের চেয়ারম্যান আমাকে বিষয়টি জানিয়েছেন। আমরা বিস্তারিত জানার চেষ্টা করছি।”

এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে বিজিবি ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জিয়াউর রহমানের মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর