৫ই মে শাপলা গণহত্যার প্রতিবাদে মানব প্রাচীর এর আয়োজন করে ছাত্রশিবির রাজশাহী মহানগর শাখা। সোমবার(৫ মে) সকাল ১০.৩০ মিনিটে রাজশাহী সাহেব বাজার, জিরো পয়েন্টে শাপলা চত্বরে গণত্যার প্রতিবাদের এক মানব প্রাচীরের আয়োজন করা হয়।
উক্ত মানব প্রাচীর প্রোগ্রামে ছাত্রশিবির রাজশাহী মহানগর শাখার দপ্তর সম্পাদক ডা. শাখাওয়াত হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবির কেন্দ্রীয় ফাউন্ডেশন সম্পাদক আসাদুজ্জামান ভুইয়া ভাই।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবির রাজশাহী মহানগর শাখার সভাপতি মোহা: শামীম উদ্দিন, সেক্রেটারি ইমরান নাজির, আইন ও ছাত্র কল্যাণ সম্পাদক নাজির আহমেদ, মাদ্রাসা ও দাওয়া সম্পাদক শাইনুল ইসলাম, কলেজ কার্যক্রম সম্পাদক রমিজ রাজা, প্রচার সম্পাদক রুবেল আহমেদ সহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে আসাদুজ্জামান ভুইয়া বলেন, শাহবাগ থেকে নবীদের বিরুদ্ধে কটূক্তি শুরু হয়। এর প্রতিবাদে নবীপ্রেমী ভাইয়েরা রুখে দাঁড়ায়। তারা নবী-রাসুলদের কটূক্তি সহ্য করতে না পেরে ৫ মে ২০১৩ সালে শাপলায় একত্রিত হয়। কিন্তু তৎকালীন সরকার পুলিশ, র্যাব,বিজিবি দিয়ে শত শত নবীপ্রেমী ভাইদের শহীদ করে। তাদের অপরাধ ছিল যারা নবী-রাসূলের নামে কটুক্তি করে তাদের বিরোধিতা করা। শাপলা চত্বর রক্ত রঞ্জিত করেছিল।এরপরে শেখ হাসিনা একের পর এক গণহত্যা চালাই ২৪ এর গণঅভ্যুত্থান ছিল সর্বশেষ গণহত্যা। আমরা এখন পর্যন্ত কোন কার্যকর উদ্যোগ দেখেনি যাতে বিচার ত্বরান্বিত হয়। শাপলার গণহত্যার জন্য অতি দ্রুত তদন্ত কমিশন গঠন করতে হবে। শাপলা গণহত্যা নিয়ে লিখুন, কথা বলুন।
তিনি আরও বলেন, আমরা দেখেছি গাজীপুরে হাসনাতের ওপর আওয়ামী লীগের লোকজন হামলা চালিয়েছে। কিভাবে তারা বিপ্লবী নেতাদের উপর হামলা চালাই? এর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে।আমরা দেখেছি এসব জায়গায় আমাদের আবেগ, ঈমান জড়িত সেসব জায়গায় কার্যকর পদক্ষেপ নেন না। আমরা দেখেছি ইসলাম বিরোধী নারী কমিশন করে আপত্তিকর দাবি তোলা হয়।
আলোকিত গৌড়/এম.এইচ.টি
মন্তব্য করুন: