[email protected] শুক্রবার, ৯ মে ২০২৫
২৫ বৈশাখ ১৪৩২

চুয়াডাঙ্গায় পুলিশের পোশাকসহ ইয়াবা ও ডাকাতির সরঞ্জাম নিয়ে ৬ জন আটক

ফয়সাল আহমেদ

প্রকাশিত: ৫ মে ২০২৫, ২৩:৩৬

সংগৃহিত ছবি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পুলিশ বিদেশি ও দেশি অস্ত্র, গুলি, পুলিশি জ্যাকেট, ওয়াকি-টকি, ইয়াবা ট্যাবলেট এবং ডাকাতির সরঞ্জামসহ ছয়জন আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্যকে গ্রেফতার করেছে।

সোমবার (০৫ মে) ভোর সাড়ে ৪টায় আলমডাঙ্গা উপজেলার লক্ষ্মীপুর বাজার এলাকায় পুলিশের বিশেষ অভিযানে এই ডাকাতদের আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন:মো. রুবেল রানা (২৯), মো: আজিজুর মণ্ডল (৩৬), মো: শিলন মোল্লা (২১), মো: সবুজ আলী মিঠু (৩০), মো: মনিরুল ইসলাম (৪০), মো: মারুফ শেখ (২০)  সবাই কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলার বাসিন্দা। 

আলমডাঙ্গা থানার ওসি (পরিদর্শক) মাসুদুর রহমান সাংবাদিকদের জানান, তিয়রবিলা পুলিশ ক্যাম্পের এসআই সুকান্ত দাশ গোপন সূত্রে খবর পান যে লক্ষ্মীপুর বাজার সংলগ্ন একটি পাকা সড়কের ডিজেলের দোকানের সামনে একদল সশস্ত্র ডাকাত মাইক্রোবাসে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এ খবর পেয়ে ওসি মাসুদুর রহমান পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছে মাইক্রোবাসটিকে ঘিরে ফেলেন। 

পুলিশকে দেখে ডাকাতরা নিজেদের ডিবি (গোয়েন্দা) পুলিশ দাবি করলেও তাদের আচরণে সন্দেহ হওয়ায় পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ শুরু করে। একপর্যায়ে ডাকাতরা আক্রমণাত্মক হলে পুলিশ তাদের সবাইকে গ্রেফতার করে। 

গ্রেফতারের পর তাদের কাছ থেকে উদ্ধার করা হয়: ১টি বিদেশি পিস্তল (মার্কিন যুক্তরাষ্ট্রে তৈরি), ১টি রিভলবার, ১টি ওয়ান শটার বন্দুক, ২ রাউন্ড গুলি, ২টি চাইনিজ কুড়াল, ১টি তালা কাটার যন্ত্র, ৫টি মাস্টার চাবি, ১টি পুলিশের জ্যাকেট, ১টি ওয়াকি-টকি সদৃশ মোবাইল সেট, ৫০টি ইয়াবা ট্যাবলেট, ৬টি মোবাইল ফোন,,ঢাকা মেট্রো-গ-১২-৩০৯৭ নম্বরের একটি মাইক্রোবাস।

পরে তাদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় অস্ত্র আইন, ডাকাতি ও মাদক সংক্রান্ত তিনটি পৃথক মামলা দায়ের করা হয়েছে।

আলোকিত গৌড়/এম.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর