[email protected] শুক্রবার, ৯ মে ২০২৫
২৫ বৈশাখ ১৪৩২

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সোহরাওয়ার্দী হলে ১৬ দফা উন্নয়ন দাবিতে ছাত্রশিবিরের স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ মে ২০২৫, ২১:৩৯

ছবি- আলোকিত গৌড়

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের সার্বিক উন্নয়ন ও শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করার দাবিতে ১৬ দফা প্রস্তাবনা সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা। মঙ্গলবার (৬ মে ২০২৫) হলের প্রাধ্যক্ষ বরাবর এ স্মারকলিপি জমা দেন সংগঠনের নেতৃবৃন্দ।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে সোহরাওয়ার্দী হলের শিক্ষার্থীরা বিভিন্ন সমস্যা ভোগ করে আসছেন। ২৪-এর আন্দোলনের পর শিক্ষার্থীদের প্রত্যাশা অনুযায়ী কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ না করায় শিক্ষার্থীদের মধ্যে হতাশা বিরাজ করছে। এসব সমস্যা নিরসনে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।

ছাত্রশিবিরের পক্ষ থেকে হল প্রশাসনের কাছে যেসব সুপারিশ উত্থাপন করা হয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে, ডাইনিং রুম সংস্কার ও শীতাতপ নিয়ন্ত্রিত করার ব্যবস্থা, সাইকেল রাখার জন্য গ্যারেজ নির্মাণ, দ্বিতীয় ও তৃতীয় ব্লকে আসন সংকট নিরসন, হলের নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত আলোকসজ্জা ও সিসিটিভি ক্যামেরা স্থাপন, মসজিদের ওজুখানা নির্মাণ ও পুরোনো ফ্যান পরিবর্তন, মানসম্মত লন্ড্রি সার্ভিস চালু, লাইব্রেরি পুনরায় চালু, গেস্টরুম, টিভি রুম ও গেমস রুম সংস্কার, ডাইনিং ও ক্যান্টিনে খাবারের মান বৃদ্ধি এবং নিয়মিত তদারকি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে জরুরি ব্যবস্থা গ্রহণ, উচ্চগতির ইন্টারনেট সেবা নিশ্চিত, অভ্যন্তরীণ বিদ্যুৎ ব্যবস্থায় রিফ্লেক্টর স্থাপন, গণরুম ব্যবস্থার উন্নয়ন, পরিচ্ছন্নতা বৃদ্ধি ও পর্যাপ্ত ডাস্টবিন স্থাপন, মানসম্মত খাবার ও কনফেকশনারি দোকানের ব্যবস্থা, ধর্মীয় ও নৈতিক শিক্ষাভিত্তিক কার্যক্রম চালুর পরিবেশ সৃষ্টি।

স্মারকলিপিতে সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী হল শাখার সভাপতি কাওসার রাব্বি এবং সোহরাওয়ার্দী হলের সেক্রেটারি হায়ফুল্লাহ হোসাইন।

তারা জানান, শিক্ষার্থীদের ন্যায্য দাবির প্রতি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেই এ প্রস্তাবনা দেওয়া হয়েছে। দ্রুত সময়ের মধ্যে এসব সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা না হলে শিক্ষার্থীদের ভোগান্তি আরও বাড়বে।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর