রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অন্যতম আবাসিক হল শেরে বাংলা ফজলুল হক হলের সার্বিক উন্নয়ন ও সংস্কারের দাবিতে ১৪ দফা প্রস্তাবনা পেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, শেরে বাংলা ফজলুল হক হল শাখা।
বুধবার (৭ মে) হল প্রাধ্যক্ষ বরাবর এক লিখিত প্রস্তাবনায় শিবির নেতারা জানান, দীর্ঘদিন ধরে শিক্ষার্থীরা এই হলে নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের পর শিক্ষার্থীদের প্রত্যাশা ছিল হল প্রশাসন দ্রুত এসব সমস্যার সমাধানে কার্যকর উদ্যোগ নেবে। এই প্রেক্ষাপটে ছাত্রশিবির হল প্রশাসনের দৃষ্টি আকর্ষণের লক্ষ্যে তাদের প্রস্তাবনাগুলো উত্থাপন করেছে।
প্রস্তাবনায় বলা হয়, হলের ডাইনিং ও ক্যান্টিনে মানসম্মত খাবার সরবরাহ নিশ্চিত করতে হবে এবং নিয়মিত তদারকির ব্যবস্থা চালু করতে হবে। ওয়াশরুমগুলোর অবস্থা অত্যন্ত করুণ, তাই সেখানে এলইডি লাইট ও টাইলস বসানো জরুরি। রিডিং রুম ও লাইব্রেরিকে আধুনিকায়ন করে শিক্ষার্থীদের জন্য আরামদায়ক ও প্রযুক্তিনির্ভর পাঠ পরিবেশ নিশ্চিত করতে হবে।
তারা আরও বলেন, আবাসিক শিক্ষার্থীদের জন্য ফ্রিজ সরবরাহ, সাইকেল রাখার নিরাপদ গ্যারেজ, লন্ড্রি সুবিধা এবং অতিথি কক্ষে ধূমপান নিষিদ্ধ করা এখন সময়ের দাবি। একই সঙ্গে তৃতীয় তলার ছাদ মেরামত, পানির ট্যাঙ্ক নিয়মিত পরিষ্কার ও বৈদ্যুতিক ফিল্টার বসানো, নষ্ট টেলিফোন পরিবর্তন এবং মসজিদে এসি স্থাপন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
হলটিকে পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন রাখতে সৌন্দর্যবর্ধন কর্মসূচি গ্রহণের আহ্বান জানিয়ে তারা বলেন, শিক্ষার্থীদের একাডেমিক, সাংস্কৃতিক ও সামাজিক বিকাশে শেরে বাংলা ফজলুল হক হল ডিবেটিং ক্লাব পুনরায় সচল করা উচিত।
প্রস্তাবনাপত্রে স্বাক্ষর করেন ছাত্রশিবির শেরে বাংলা হল শাখার সভাপতি তানজীল হোসাইন ও সেক্রেটারি ওমর ফারুক। তারা আশাবাদ ব্যক্ত করেন, হল প্রশাসন শিক্ষার্থীদের দাবি বিবেচনায় নিয়ে দ্রুত সময়ের মধ্যে যথাযথ সংস্কার কার্যক্রম গ্রহণ করবে।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: