[email protected] বৃহঃস্পতিবার, ১ জানুয়ারি ২০২৬
১৮ পৌষ ১৪৩২

ঈদের জামাতে ঐক্যের বার্তা, রাজশাহীতে ফিলিস্তিনের জন্য বিশেষ মোনাজাত

মো: ইয়াজ উদ্দীন আহম্মেদ

প্রকাশিত: ৭ জুন ২০২৫, ২২:১০

ছবিঃ আলোকিত গৌড়

রাজশাহীতে ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে সাতটায় শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে। এতে বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদসহ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা ও বিপুল সংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন।

ঈদের জামাতে আরও উপস্থিত ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা ও রাজশাহীর সাবেক মেয়র মিজানুর রহমান মিনু, বিএনপির কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলসহ দলের অন্যান্য নেতাকর্মী। এছাড়া বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজশাহী মহানগর শাখার সভাপতি মোহা. শামীম উদ্দীন ও সাধারণ সম্পাদক ইমরান নাজিরসহ সংগঠনের নেতা-কর্মীরা ঈদের জামাতে শরিক হন।  

মুসল্লিরা ভোর থেকেই ঈদগাহ ময়দানে জমায়েত হতে শুরু করেন। নামাজ শুরুর আগেই মাঠ মুসল্লিদের উপস্থিতিতে পরিপূর্ণ হয়ে যায়। ঈদের নামাজ শেষে বিশেষ মোনাজাতের মাধ্যমে রাজশাহীবাসীসহ দেশ ও জাতির সমৃদ্ধি ও শান্তি কামনা করা হয়। এ সময় ইসরায়েলি আগ্রাসনে ক্ষতিগ্রস্ত ফিলিস্তিনি মুসলমানদের জন্যও বিশেষ দোয়া করা হয়।

আলোকিত গৌড়/এম.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর