টাঙ্গাইলের কালিহাতীতে এইচএসসি পরীক্ষার সময় নকল সরবরাহ করার অভিযোগে মৃদুল হাসান নামের এক ছাত্রদল নেতাকে আটক করা হয়েছে।
আজ মঙ্গলবার (১ জুলাই) পরীক্ষা চলাকালীন কালিহাতীর শাহজাহান সিরাজ কলেজ কেন্দ্র থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সিফাত বিন সাদেক।
মৃদুল হাসান শাহজাহান সিরাজ কলেজ শাখা ছাত্রদলের সভাপতি এবং ওই কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সিফাত বিন সাদেক নিশ্চিত করে বলেন, "তাকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় কলেজ কর্তৃপক্ষকে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য লিখিতভাবে নির্দেশনা দেওয়া হয়েছে।"
শাহজাহান সিরাজ কলেজের অধ্যক্ষ মো. মজিবর রহমান বলেন, "লিখিত নির্দেশনা পাওয়া গেছে। কলেজের এসিল্যান্ড স্যার ও সিনিয়র শিক্ষকদের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।"
কালিহাতী থানার ওসি মো. জাকির হোসেন জানান, মৃদুল হাসানকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আলোকিত গৌড়/এম.আর
মন্তব্য করুন: