[email protected] শনিবার, ১২ জুলাই ২০২৫
২৮ আষাঢ় ১৪৩২

“কোটি লোক আছে” বলে ভয় দেখাবেন না: যশোরে বিএনপিকে এনসিপির হুঁশিয়ারি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১১ জুলাই ২০২৫, ২০:২৫

যশোরে পদযাত্রায় বক্তব্য রাখেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম (সংগৃহীত ছবি)

"একটি দল তাদের কোটি কোটি লোক আছে বলে জাহির করে, কিন্তু এনসিপিকে কেউ ভয় দেখাতে পারবে না। আমরা ইনসাফ করা মানুষ চাই"—এভাবেই বিএনপিকে উদ্দেশ করে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

শুক্রবার (১১ জুলাই) বিকেলে যশোর শহরের জজকোর্ট ঈদগাহ মোড়ে এনসিপির আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 'জুলাই পদযাত্রার' ১১তম দিনের অংশ হিসেবে এই পথসভার আয়োজন করে এনসিপির যশোর জেলা শাখা।

নাহিদ ইসলাম বলেন, "দুর্নীতি যেই করুক, এনসিপি তাকে ছাড় দেবে না—even নিজেদের দলের কেউ হলেও। আমাদের আগামী আন্দোলন হবে দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে।"

পথসভায় দলের সদস্য সচিব আখতার হোসেন বলেন, "সংস্কারের আলাপ এখন টেবিলে থাকলেও রাজপথে নামাতে বাধ্য করলে পরিস্থিতি ভিন্ন হবে। বাংলাদেশ ভারতের সঙ্গে বন্ধুত্ব চায়, দাদাগিরি নয়।"

উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের সঞ্চালনায় দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, "এনসিপিকে কেউ কেউ নির্বাচনবিরোধী দল হিসেবে ট্যাগ দিতে চাচ্ছে, যা ভুল। আমরাও নির্বাচন চাই, তবে শর্ত হলো—জুলাই গণঅভ্যুত্থানের দাবির প্যাকেজ বাস্তবায়ন।"

তিনি হুঁশিয়ার করে বলেন, "দাবি মানা না হলে আরেক দফা গণঅভ্যুত্থান ঘটবে, আর যারা বিরোধিতা করবে—তাদের লাল কার্ড দেখানো হবে।"

এছাড়া পথসভায় বক্তব্য রাখেন—জাতীয় নাগরিক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামান্তা শারমিন, যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম, মুখ্য সমন্বয়কারী নাসির উদ্দিন পাটোয়ারী ও ডা. তাসনিম জারা।

শহীদ পরিবার ও আহতদের সঙ্গে মতবিনিময়
এর আগে শুক্রবার সকাল সাড়ে ১১টায় এনসিপির কেন্দ্রীয় নেতারা ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে যশোর শহরের হোটেল ওরিয়নে জুলাই আন্দোলনের শহীদ ও আহত পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।

সেখানে অংশ নেওয়া আহতরা অভিযোগ করেন, এক বছর পার হলেও এখনো "জুলাই সনদ", স্বীকৃতি, চিকিৎসা বা পুনর্বাসনের কোনো ব্যবস্থা নেয়া হয়নি। তারা দলের শীর্ষ নেতাদের ওপর দায়িত্ব এড়িয়ে যাওয়ার অভিযোগ করেন এবং দ্রুত জুলাই সনদ ঘোষণা ও বাস্তবায়নের দাবি জানান।

নেতারা আহতদের দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন এবং ‘নতুন বাংলাদেশ’ গড়ার আন্দোলন আরও জোরদারের ঘোষণা দেন।

পদযাত্রা ও সমাপ্তি
পরে স্থানীয় মডেল মসজিদে জুমার নামাজ আদায় শেষে পদযাত্রায় অংশ নেন এনসিপি নেতাকর্মীরা। পদযাত্রাটি মুজিব সড়ক হয়ে পথসভাস্থলে এসে শেষ হয়। এতে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। পথসভা শেষে নেতারা খুলনার উদ্দেশে রওনা দেন।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর