[email protected] রবিবার, ১৩ জুলাই ২০২৫
২৯ আষাঢ় ১৪৩২

যুবদল কর্মী চাঁদা না পাওয়ায় সোহাগকে হত্যার প্রতিবাদে রাবিতে মানববন্ধন

আবু বকর সৈকত

প্রকাশিত: ১২ জুলাই ২০২৫, ২১:০৯

ছবিঃ আলোকিত গৌড়

ভাঙারি ব্যাবসায়ী সোহাগ চাঁদা না দেওয়ায় মিটফোর্ড হাসপাতালের সামনে প্রকাশ্য দিবালোকে পাথর মেরে তাকে হত্যা করে বিএনপি যুবদলের এক কর্মী। এর প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষা ও শিক্ষার্থী অধিকার আন্দোলন এর প্রতিবাদে বিশাল মানববন্ধন করেন তারা।

আজ (১২ই জুলাই) শনিবার বিকাল ৫ টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।

রাবি ছাত্র অধিকার পরিষদের সভাপতি মেহেদী হাসান মারুফ বলেন,গত ৯ই জুলাই একজন যুবদল নেতা কর্তৃক আরেক যুবদল নেতা খুন হয়েছে। এছাড়াও জুলাই পরবর্তী সময়ে চাদা বাজি,দর্ষন ও মানুষ হত্যার সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। দেশের মধ্যে সরকার, পুলিশ প্রশাসন, সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী আছে তাদের কাজ কি,সাধারণ মানুষের জান-মালের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে না পারলে জনগণের টাকার এসির রুমে বসে বসে তাদের কাজ কি।

তিনি আরো বলেন,স্বরাষ্ট্র উপদেষ্টা যদি দায়িত্ব পালন করতে না পারে তাকে অতি দ্রুত ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করতে হবে। ২৪ এর অভ্যুত্থান পরবর্তী সময়ে এসব অরাজকতা মেনে নেওয়া হবে না।

ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আল শাহরিয়া শুভ বলেন,২৪ এর অভ্যুত্থান পরবর্তী সময়ে নতুন কোনো ফ্যাসিবাদকে মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না। কেউ নতুন করে হাসিনা বা আওয়ামী লীগ হওয়ার চেষ্টা করলে দেশ ছেড়ে পালাতে হবে। এখনই সময় নব্য ফ্যাসিবাদের লাগাম টেনে ধরতে হবে।

এসময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রকাশ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

আলোকিত গৌড়/এম.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর