বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) টেকনাফ সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বিএনপির সাধারণ সম্পাদক নুর আহমদের দেহ থেকে ২ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে।
শনিবার (১২ জুলাই) সন্ধ্যায় তার দেহের অভ্যন্তর থেকে এ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়।
বিজিবির উখিয়া ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতার নুর আহমদ (৪৯) টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের নাজিরপাড়ার বাসিন্দা এবং মো. ইউসুফ আলীর পুত্র। তিনি স্থানীয় বিএনপির ৮নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া, তিনি ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক পদে মনোনয়নের অপেক্ষায় ছিলেন।
লে. কর্নেল জসীম উদ্দিন জানান, শনিবার কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের ইমামের ডেইল এলাকায় বিজিবির একটি চেকপোস্টে গাড়ি তল্লাশি চলছিল। সেখানে টেকনাফ থেকে আসা একটি প্রাইভেট কার থামানো হলে যাত্রী নুর আহমদের আচরণ সন্দেহজনক মনে হয়। তাকে জিজ্ঞাসাবাদের পর তিনি দেহে ইয়াবা লুকিয়ে রাখার কথা স্বীকার করেন। পরে বিশেষ পদ্ধতিতে তার দেহ থেকে কালো রঙের দুটি বায়ুরোধী প্যাকেট বের করা হয়, যাতে ২ হাজার ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
নুর আহমদ স্বীকার করেছেন যে, তিনি টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারে উচ্চ দামে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।
টেকনাফ উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট হাসান সিদ্দিকী নুর আহমদের স্থানীয় নেতা হিসেবে দায়িত্বের কথা স্বীকার করে বলেন, তিনি ৮নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক এবং ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক পদে মনোনয়নপ্রার্থী ছিলেন।
নুর আহমদের বিরুদ্ধে মাদক সংক্রান্ত আইনে টেকনাফ থানায় মামলা দায়ের করা হয়েছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।
আলোকিত গৌড়/এম.আর
মন্তব্য করুন: