[email protected] সোমবার, ১৪ জুলাই ২০২৫
৩০ আষাঢ় ১৪৩২

দুই শিক্ষকের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে জবিতে বিক্ষোভ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৩ জুলাই ২০২৫, ১৩:৫৪

শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ চলছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (সংগৃহিত ছবি)

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের দুই শিক্ষক ও তিন শিক্ষার্থীর ওপর শাখা ছাত্রদলের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বিভাগের শিক্ষার্থীরা।

রোববার (১৩ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ একাডেমিক ভবন থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে ভিসি ভবনের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে শিক্ষার্থীরা নানা প্রতিবাদী স্লোগান দেন—
‘যেই হাত শিক্ষক মারে, সেই হাত ভেঙে দাও’,
‘ছাত্রদলের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’,
‘সন্ত্রাসীদের আস্তানা, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’,
‘এক দুই তিন চার, অছাত্ররা ক্যাম্পাস ছাড়’,
‘ম্যানেজমেন্টের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’,
‘জবি প্রশাসন, লজ্জা লজ্জা’।

শিক্ষার্থীরা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে গুণ্ডামির কোনো স্থান নেই। শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় প্রশাসনের নিরবতা হতাশাজনক। তারা দ্রুত তদন্ত ও দোষীদের শাস্তি দাবি করেন।

সমাবেশে ম্যানেজমেন্ট বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইরফান বলেন, “ছাত্রদলের নেতাকর্মীরা আমাদের বিভাগের শিক্ষার্থীদের ছাত্রলীগের ট্যাগ দিয়ে হামলা করেছে। এমনকি প্রশাসনের দায়িত্বে থাকা শিক্ষক ড. এ কে এম রিফাত হাসান এবং সহকারী প্রক্টর শফিকুল ইসলামের ওপরও হামলা হয়েছে।”

তিনি আরও বলেন, “যেখানে প্রশাসনের শিক্ষকরা নিরাপদ না, সেখানে সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা কোথায়? বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো পর্যন্ত কোনো নিন্দা জানায়নি। শিক্ষক সমিতিও নিশ্চুপ রয়েছে।”

ঘটনার সূত্রপাত গত বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে। বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ একাডেমিক ভবনের নিচে ম্যানেজমেন্ট বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রফিক বিন সাদেক রেসাদের ওপর হামলা করে ছাত্রদলের নেতাকর্মীরা। অভিযোগ ছিল তিনি ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত। এ সময় তাকে রক্ষা করতে গেলে শিক্ষক ড. রিফাত হাসান এবং সহকারী প্রক্টর শফিকুল ইসলামও আক্রান্ত হন।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের শাখা বাগছাস সভাপতি মো. ফয়সাল মুরাদ, মুখ্য সংগঠক ফেরদৌস হাসান এবং যুগ্ম-আহ্বায়ক ফারুককেও ছাত্রলীগ ট্যাগ দিয়ে মারধর করা হয়।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অবিলম্বে সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর