[email protected] শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
২ শ্রাবণ ১৪৩২

গুপ্ত সংগঠন দেশকে অশান্ত করার চেষ্টা করছে : রাজশাহী কলেজ ছাত্রদল আহ্বায়ক

মো: ইয়াজ উদ্দীন আহম্মেদ

প্রকাশিত: ১৭ জুলাই ২০২৫, ১৯:৫৮

ছবি: আলোকিত গৌড়

"গুপ্ত সংগঠন দেশকে অশান্ত করার চেষ্টা করছে" বলে মন্তব্য করেছেন রাজশাহী কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ। তিনি বলেন, ফ্যাসিস্ট কে পরাজিত করে আমরা যে নতুন বাংলাদেশ গড়েছি এখানে বাঁধা হয়ে দাঁড়িয়েছে একটি গুপ্ত সংগঠন, তারা প্রতিনিয়ত দেশকে অশান্ত করার চেষ্টা করছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বেলা ১২ টার দিকে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের সকল শহীদের স্মরণে রাজশাহী কলেজ শাখা ছাত্রদলের আয়োজিত স্মরণ সভা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

এসময় তিনি আরো বলেন, রাজশাহী কলেজের ক্যাম্পাস কেউ তারা প্রতিনিয়ত যেকোনো ভাবে চেষ্টা করছে অশান্ত করার। বিগত ১৬ বছর রাজশাহী কলেজে ছাত্রদল বিরোধী দল হিসেবে মাঠে ছিল। শুধু জুলাই আন্দোলন করিনি হাজার নির্যাতন, জেল, ছাত্রজীবন হুমকির মুখে ফেলে সাধারণ শিক্ষার্থীদের পক্ষে আন্দোলন করেছি।

তিনি বলেন, তারা নাকি বলে প্রতিবছর তাদের কমিটি হয়, কিন্তু ১০ বছরে তাদের কোনো সভাপতি, সেক্রেটারি আমি রাজশাহী কলেজে দেখিনি। এখন তারা ক্রেডিট নিতে চায়! ৫ আগস্টের পরে সাধারণ শিক্ষার্থী সেজে, গুপ্ত সেজে কলেজে মব সৃষ্টি করেছিল তারা। এখনো তারা সাধারণ শিক্ষার্থীদের মিথ্যা কথা বলে ক্যাম্পাস অশান্ত করার চেষ্টা করছে। মিটফোর্ডের হত্যার ঘটনার প্রতিবাদে রাজশাহী কলেজ ছাত্রদলও প্রতিবাদ, মিছিল করেছে কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করেও এই গুপ্ত সংগঠন ক্যাম্পাস অশান্ত করার চেষ্টা করেছে। তারা বিভিন্ন বিভাগের গ্রুপে লেখেছে এই সুযোগে ছাত্রদলের সকলকে হোস্টেল থেকে বের করে দাও। তিনি বলেন, ছাত্রদলের কেউ ছাত্রলীগের মতো ফ্রি বা অবৈধ কোনো ছাত্র হোস্টেলে থাকে না সবাই বৈধ ও কলেজ প্রশাসন কে টাকা দিয়ে হোস্টেলে থাকে।

তিনি আরো বলেন যারা এইগুলো কথা বলছে, তাদের খোঁজ নিয়ে দেখা যাচ্ছে ছাত্রলীগের নেতাদের সাথে তাদের ছবি আছে। পরবর্তীতে তারা বলেছে তারা ছাত্রলীগ না জোর করে তাদের মিছিল, মিটিং করতে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু বিগত সময়ে ছাত্রদলের কেউ কোনো ছাত্রলীগের নেতার কাছে আপোষ করতে যায়নি। তিনি এইসব মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান করেন।

এসময় রাজশাহী কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব আমিনুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক রাশিকুজ্জামান প্রীতম, ছাত্রনেতা সামিউল ইসলাম শিমুল, জাহিদ হাসান, সারোয়ার আলম সাফি, রুহুল আমিন, জুবায়ের রশিদসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

আলোকিত গৌড়/এম.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর