রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাকসু নির্বাচনের তফসিল ঘোষণা ও দ্রুত বাস্তবায়নের দাবিতে লিফলেট বিতরণ করেছে রাজশাহী ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যালায়েন্স। সংগঠনটি জানিয়েছে, আগামী ২১ জুলাই একদফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করা হবে।
রবিবার (২০ জুলাই) সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাসরুমে গিয়ে শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিতরণ করেন স্টুডেন্টস অ্যালায়েন্সের নেতাকর্মীরা।
এই সংগঠনটি গতকাল থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে, ক্লাসরুমে ও জনবহুল জায়গাগুলোতে লিফলেট বিতরণ করে জনসংযোগ করতে দেখা যায়।
সাবেক সমন্বয়ক মেহেদী সজীব বলেন, আগামী ২১ জুলাই এক দফা রাকসুর দাবিতে অবস্থান কর্মসূচি পালন করবে রাজশাহী ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যালায়েন্স। উক্ত কর্মসূচিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনসমূহকে সংহতি জানানোর আহ্বান জানাই।
রাজশাহী বিশ্ববিদ্যালয় সংস্কারে বিভিন্ন সংগঠন কর্তৃক বেশকিছু দাবি জানিয়ে আসছে। সেই দাবিগুলোর প্রতি সংহতি জানিয়ে আমরা এক দফা ঘোষণা করেছি। কোনো দিনের আল্টিমেটাম নয়, অনতিবিলম্বে রাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে। অন্যথায় আমাদের শিক্ষার্থীসমাজের প্রাণের দাবি রাকসু বাস্তবায়নের লক্ষ্যে আমরা চূড়ান্ত অবস্থান নিতে বাধ্য হবো।
সাবেক সমন্বয়ক ফাহিম রেজা বলেন,
বিশ্ববিদ্যালয় প্রশাসন ও রাকসু নির্বাচন কমিশন দীর্ঘদিন যাবৎ রাকসুর তফসিল ঘোষণা করতে টালবাহানা করছে। আমরা জানতে পেরেছি লেজুড়বৃত্তিক ছাত্র রাজনৈতিক দলগুলোর বাঁধার মুখে তারা রাকসু আটকিয়ে দিতে তৎপর।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রাণের দাবী রাকসু আদায় করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। আগামীকাল রাকসুর তফসিল ঘোষণা ও বাস্তবায়নের দাবীতে অবস্থান কর্মসূচি ঘোষনা করেছি।
শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়াতে আমরা হলে হলে গিয়েছি, ক্লাসরুমে এবং ক্যাম্পাসের বিভিন্ন জনবহুল জায়গাগুলোতে লিফলেট বিতরণ করেছি। আমরা মেসগুলোতেও আজ রাতে লিফলেট বিতরণ করবো। শিক্ষার্থীরা সাড়া দিচ্ছে। আমরা ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে রাকসু আদাই করেই ছাড়বো।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: