রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) গ্রীন ভয়েস'র বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত। 'সমন্বিত বৃক্ষ রোপণ কর্মসূচি ২০২৫' এর আওতায় বিশ্ববিদ্যালয়ে ৩০০টি ফলজ, ঔষধি ও বনজ বৃক্ষ রোপণ করা হয়।
আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হল ও গুরুত্বপূর্ণ স্থানে বৃক্ষরোপণ করা হয়। এতে অংশগ্রহণ করেন গ্রীন ভয়েস এর কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ আহসান হাবিব।
বৃক্ষরোপণ শেষে শাহ মখদুম হল এর প্রভোস্ট প্রফেসর ড. সৈয়দ সরওয়ার জাহান বলেন, "পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। গ্রীন ভয়েস এর মতো সবাই যদি বৃক্ষ রোপণ করে এবং পরিবেশের প্রতি যত্নশীল হয় তাহলে সবুজ দেশ গড়বে, আসুন আমরা সবাই বৃক্ষ রোপণ করি।"
এবিষয়ে আওলাদ হোসেন বাবু বলেন, "আমরা চাই, আমাদের এই ক্ষুদ্র প্রয়াস বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সবুজ পরিবেশ গড়ে তুলবে এবং অন্যদেরও পরিবেশবান্ধব কাজের প্রতি উদ্বুদ্ধ করবে।"
উল্লেখ্য, বৃক্ষরোপণ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলের প্রভোস্ট এবং শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
আলোকিত গৌড়/এম.আর
মন্তব্য করুন: