নোয়াখালী জেলা শিক্ষা অফিস ও চাটখিল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে ২০২২ ও ২০২৩ সালের এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় সেরা ৩৯ শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে উপজেলার ভীমপুর বহুমূখী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে জেলা শিক্ষা অফিসার নুরউদ্দিন মো. জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আলী।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভীমপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আহসানুল হক মাসুদ, চাটখিল মহিলা কলেজের সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল মাসউদ, সোমপাড়া কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ শাহজাহান শেখ, ভীমপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন প্রমুখ।
সভা শেষে ‘পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস’ স্কিমের আওতায় ৩৯ সেরা শিক্ষার্থীকে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। এছাড়াও এসএসসি স্তরের শিক্ষার্থীদের ১০ হাজার টাকা করে এবং এইচএসসি স্তরের শিক্ষার্থীদের ২৫ হাজার টাকা করে ব্যাংক একাউন্টের মাধ্যমে প্রদান করা হয়।
আলোকিত গৌড়/এম.আর
মন্তব্য করুন: