[email protected] রবিবার, ২৭ জুলাই ২০২৫
১২ শ্রাবণ ১৪৩২

রাজশাহী মহানগর জামায়াতের উদ্যোগে স্কুল শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ

মো: ইয়াজ উদ্দীন আহম্মেদ

প্রকাশিত: ২৭ জুলাই ২০২৫, ১৯:২০

ছবি- আলোকিত গৌড়

সবুজ ও পরিবেশবান্ধব নগরী গড়ার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগর শাখার উদ্যোগে স্কুল শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।

রোববার (২৭ জুলাই) বিকেলে নগরীর নওদাপাড়া বালিকা উচ্চবিদ্যালয় ও হামিদপুর পাইলট উচ্চবিদ্যালয়ের প্রায় ২০০ শিক্ষার্থীর হাতে বিভিন্ন ফলজ ও ফুলের চারা তুলে দেওয়া হয়।

চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী মহানগর জামায়াতের নায়েবে আমীর এবং রাজশাহী-২ (সদর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার, তালিমুল কুরআন রাজশাহী মহানগরের সহকারী পরিচালক হাফেজ খায়রুল ইসলাম এবং ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আইয়ুব আলী।

আয়োজকরা জানান, নগরবাসীর মধ্যে বৃক্ষরোপণে আগ্রহ বাড়াতে এই কর্মসূচি নেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের পরিবেশবান্ধব কার্যক্রম অব্যাহত থাকবে।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর