[email protected] রবিবার, ৩ আগস্ট ২০২৫
১৯ শ্রাবণ ১৪৩২

মালয়েশিয়ান তরুণীকে বিয়ে করে দেশে ফিরলেন যুবক

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩ আগষ্ট ২০২৫, ১৯:০৭

সংগৃহিত ছবি

ভালোবাসার টানে মালয়েশিয়ার তরুণী স্মৃতিনূর আতিকা (৩০) চলে এসেছেন বাংলাদেশে। চুয়াডাঙ্গার জীবননগরে তার শ্বশুরবাড়িতে এখন তার অবস্থান। মালয়েশিয়ায় কর্মরত রিংকু রহমানের (৩২) সঙ্গে বিয়ের পর তিনি বাংলাদেশে এসেছেন।

শনিবার (২ আগস্ট) সন্ধ্যায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আতিকাকে ফুল দিয়ে স্বাগত জানান রিংকু ও তার পরিবার।

রিংকু রহমান জানান, ২০১৮ সালে কাজের সূত্রে মালয়েশিয়া যাওয়ার পর আতিকার সঙ্গে তার পরিচয় হয়। ধীরে ধীরে তাদের বন্ধুত্ব গভীর হয়, এবং মোবাইলে নিয়মিত কথা বলার মধ্যে দিয়ে সম্পর্কটি প্রেমে রূপ নেয়। এরপর দুই পরিবারের সম্মতিতে ২০২৫ সালের ৩ জানুয়ারি মালয়েশিয়াতেই তাদের বিয়ে হয়।

রিংকু আরও বলেন, "আমি ছয় মাসের ছুটিতে দেশে এসেছি, এখন তিন মাস পার হয়েছে। আমার সঙ্গে সেও বাংলাদেশে আসার পরিকল্পনা করেছিল। ছুটি শেষে আমরা আবার একসঙ্গে মালয়েশিয়া ফিরে যাব।"

রিংকুর বাবা জিনারুল মল্লিক বলেন, "ছেলের পছন্দকে আমরা সম্মান করি, তাই বিয়েতে রাজি হয়েছিলাম। আমাদের বউমা বিদেশি হলেও পরিবারের সঙ্গে খুব ভালোভাবে মিশেছে। সব কাজই সে নিজে করতে শিখে নিয়েছে।"

অন্যদিকে, মালয়েশিয়ান তরুণীর আগমনে স্থানীয়দের মধ্যে কৌতূহলের সৃষ্টি হয়েছে। রোববার সকাল থেকেই রিংকুর বাড়িতে ভিড় জমাচ্ছেন অনেকে, শুধু আতিকাকে এক নজর দেখার জন্য।

আলোকিত গৌড়/এম.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর