[email protected] বৃহঃস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
২ আশ্বিন ১৪৩২

রাজশাহীতে দুই মাথাওয়ালা এক শিশুর জন্ম

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩ আগষ্ট ২০২৫, ১৯:১৩

প্রতীকী ছবি

রাজশাহীতে একটি শিশু দুটি মাথা নিয়ে জন্মগ্রহণ করেছে। গত শনিবার (২ আগস্ট) রাত ৮টার দিকে রাজশাহীর খ্রিস্টিয়ান মিশন হাসপাতালে শিশুটির জন্ম হয়।

পরিবার সূত্রে জানা গেছে, প্রসূতিকে আগে থেকেই হাসপাতালে ভর্তি করা হয়েছিল। জন্ম নেওয়া শিশুটির দেহ স্বাভাবিক হলেও এর মাথা দুটি। এ অবস্থায় শিশুটিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রেফার করা হয়েছে।

রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে রায় জানান, এটি যমজ সন্তান নয়, বরং জন্মগত একটি বিরল ত্রুটি। শিশুটির দেহ ও যৌনাঙ্গ একটিই, তবে মাথা দুটি রয়েছে। এ কারণে এর চারটি চোখ, চারটি কান, দুটি মুখ ও দুটি নাক দেখা যাচ্ছে। শিশুটিকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

ডা. রায় আরও বলেন, "এ ধরনের জন্ম খুবই অস্বাভাবিক। এখন মূল লক্ষ্য শিশুটির প্রাণ রক্ষা করা। সে অনুযায়ী চিকিৎসা দেওয়া হচ্ছে।"

এ ধরনের বিরল ঘটনায় চিকিৎসক ও স্থানীয়দের মধ্যে আলোচনা তৈরি হয়েছে। শিশুটির সুস্থতা নিয়ে পরিবারসহ সকলের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

আলোকিত গৌড়/এম.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর