রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব। বৃহস্পতিবার (১১ সেক্টম্বর)বেলা ১২টায় সংগঠনটির নিজস্ব কার্যালয়ে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে তাদের বরণ করে নেয়া হয়।
অনুষ্ঠানে রাবি প্রেসক্লাবের সভাপতি মনির হেসেন মাহিনের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টাগন কলা অনুষদের সাবেক ডিন ও গনযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি অধ্যাপক ফজলুল হক এবং জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার বক্তব্য দেন।
জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক মো. আখতার হোসেন মজুমদার নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তিনটি বিষয়কে বিশেষ গুরুত্ব দিতে হবে—জ্ঞান, দক্ষতা ও মূল্যবোধ। অনুসন্ধানী সাংবাদিকতায় আমরা প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করব। বিশ্ববিদ্যালয়ের কোনো তথ্য বা সংবাদ প্রকাশের জন্য প্রশাসনের অনুমতির প্রয়োজন নেই। আমরা চাই সত্য প্রকাশিত হোক এবং এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে সংস্কার আসুক।
কলা অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. ফজলুল হক নবীনদের বলেন, তোমরাই জাতির সবচেয়ে মেধাবী শিক্ষার্থী। জীবনকে কীভাবে পরিবর্তন করতে হবে এ প্রশ্ন সামনে রেখে এগিয়ে যেতে হবে। জাতির পরিবর্তনের দায়িত্ব আমাদের হাতেই।
সাংবাদিকতা বিভাগের সভাপতি ফজলুল হক বলেন,বিশ্ববিদ্যালয়ের একটা৷ বড় চ্যালেন্জিং।এখানে টিকে থাকার জন্য আপনাদের পরিশ্রম করতে হবে। আর তোমাদের বস্তুনিষ্ঠ হতে হবে ও সত্য পথে থাকতে হবে
প্রেসক্লাবের সভাপতি মনির হোসেন মাহিন নবীন শিক্ষার্থীদের প্রেসক্লাবে যুক্ত হওয়ায় আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন। বিশ্ববিদ্যালয়ে শুধু পুঁথিগত বিদ্যায় সীমাবদ্ধ না থেকে কো-কারিকুলার কার্যক্রমের মাধ্যমে একজন শিক্ষার্থীকে গড়ে তোলা সম্ভব। রাবি প্রেসক্লাব বিশ্ববিদ্যালয়ের ওয়াচ টাওয়ার হিসেবে কাজ করে। বিশ্ববিদ্যালয়ের অর্জন, সমালোচনা, সিনেট, সিন্ডিকেটসহ বিভিন্ন বিষয় বস্তুনিষ্ঠভাবে তুলে ধরে এবং নবীন শিক্ষার্থীদের হাতেকলমে এ বিষয়ে প্রশিক্ষণ দেয়।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মারুফ হোসেন মিশন। সহ-সভাপতি আশিকুল ইসলাম ধ্রুব, যুগ্ম সাধারণ সম্পাদক জুবায়ের জিসান, কোষাধ্যক্ষ মিরাজ আফ্রিদি, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এম শামীম প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু সালেহ শোয়েব এবং কার্যনির্বাহী সদস্যরা এ আয়োজনে অংশ নেন। নবীন শিক্ষার্থীদের মধ্যে অর্ধশতাধিক শিক্ষার্থী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: