[email protected] বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
২ আশ্বিন ১৪৩২

রাকসু নির্বাচনে ভিপি পদে ১৮ প্রার্থী, আলোচনায় শিবির–ছাত্রদল–বৈষম্যবিরোধী আন্দোলনের প্রার্থী

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৪:১৫

ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ১৮ জন প্রার্থী। এর মধ্যে ১০ জন বিভিন্ন ছাত্রসংগঠন ও ঘোষিত প্যানেলভুক্ত, আর ৮ জন স্বতন্ত্র প্রার্থী। মনোনয়নপত্র যাচাই-বাছাই ও প্রত্যাহারের সময়সীমা শেষে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছে এবং আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে।

প্যানেলভুক্ত ভিপি প্রার্থীরা

জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ থেকে লড়ছেন শেখ নূর উদ্দিন আবির। ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোস্তাকুর রহমান জাহিদ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মেহেদী সজীব লড়ছেন ‘আধিপত্যবিরোধী ঐক্য’ থেকে। এছাড়া ফুয়াদ রাতুল (গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদ), মেহেদী হাসান মারুফ (রাকসু ফর র‍্যাডিক্যাল চেঞ্জ), তাসিন খান (সর্বজনীন শিক্ষার্থী সংসদ), মাসুদ কিবরিয়া (অপরাজেয় ৭১, অপ্রতিরোধ্য ২৪), মাহবুব আলম (সচেতন শিক্ষার্থী সংসদ), তাওহীদুল ইসলাম (স্বতন্ত্র শিক্ষার্থী জোট) এবং মুহিব (ইন্ডিপেন্ডেন্ট স্টুডেন্ট অ্যালায়েন্স) ভিপি পদে লড়ছেন।

স্বতন্ত্র ভিপি প্রার্থীরা

স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন নোমান ইমতিয়াজ, সাগর আহমেদ মিয়া, মো. নূর, অদ্রীব নাহা উৎস, মো. আবদূর বারিক, মেহেদী হাসান সুমন, শাকিল মিয়া ও মো. বিল্লাল হুসাইন।

আলোচনায় যারা

যদিও প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা ১৮, তবে শিক্ষার্থীদের নজরে আছেন কয়েকজন হেভিওয়েট প্রার্থী। শিবির ও ছাত্রদল সমর্থিত প্রার্থীরা রাজনৈতিক ভিত্তির কারণে আলোচনায়। পাশাপাশি বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক মেহেদী সজীব এবং প্রথমবারের মতো নারী প্রার্থী হিসেবে ভিপি পদে লড়াই করা তাসিন খানও শিক্ষার্থীদের বিশেষ দৃষ্টি কেড়েছেন।

শেখ নূর উদ্দিন আবির দাবি করেছেন, তাদের প্যানেল ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের প্রতিনিধিত্ব করছে এবং শিক্ষার্থীদের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছে। মোস্তাকুর রহমান জাহিদ বলেন, তাদের প্যানেল অন্তর্ভুক্তিমূলক এবং সব মতাদর্শের শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করবে। মেহেদী সজীব শিক্ষার্থীদের অধিকার আদায়ের আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন। আর নারী প্রার্থী তাসিন খান বলেন, ভিপি হিসেবে তিনি নারী নয়, বরং শিক্ষার্থীর প্রতিনিধি হিসেবেই কাজ করতে চান।

নির্বাচনী প্রক্রিয়া

আগামী ২৫ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ১৭টি কেন্দ্রে স্থাপিত ৯৯০টি বুথে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মোট ভোটার সংখ্যা ২৮ হাজার ৯০৫। এবারের নির্বাচনে ৯০৩ জন প্রার্থী লড়ছেন—এর মধ্যে রাকসুতে ২৪৮ জন, সিনেট প্রতিনিধি পদে ৫৮ জন এবং হল সংসদে ৫৯৭ জন। ভোট শেষে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ব্যালট গণনা করা হবে, যা সরাসরি সম্প্রচার করা হবে। নিরাপত্তায় থাকবে তিন স্তরের বিশেষ ব্যবস্থা, যেখানে দুই হাজার পুলিশ সদস্যসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা দায়িত্ব পালন করবে।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর