[email protected] বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
২ আশ্বিন ১৪৩২

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো জকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা


প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২০:৩৫

ফাইল ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। রোডম্যাপ অনুযায়ী আগামী ২০২৫ সালের ২৭ নভেম্বর অনুষ্ঠিত হবে জকসু নির্বাচন।

বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ গিয়াসউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রোডম্যাপ অনুযায়ী, আগামী ৮ অক্টোবর নির্বাচন কমিশন গঠন ও কার্যক্রম শুরু হবে। কমিশন গঠনের ১১তম দিনে নির্বাচন তফসিল প্রস্তুত ও ঘোষণা করা হবে।

এছাড়া কমিশন ছাত্র সংগঠন, সাংবাদিক সংগঠন ও অন্যান্য স্টেকহোল্ডারদের সঙ্গে মতবিনিময় করে জকসু নির্বাচন নীতিমালা ও আচরণবিধি প্রণয়ন করবে। একইসঙ্গে ভোটার তালিকা প্রস্তুত, খসড়া তালিকা প্রকাশ, আপত্তি ও সংশোধন গ্রহণ শেষে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

রোডম্যাপ অনুযায়ী মনোনয়ন জমা, যাচাই-বাছাই, আপত্তি নিষ্পত্তি, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রচারণা কার্যক্রম শেষে ২৭ নভেম্বর ভোটগ্রহণ ও অফিসিয়াল ফলাফল প্রকাশ করা হবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, পুরো প্রক্রিয়া সংবিধি ও বিধি মোতাবেক বাস্তবায়িত হবে।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর