সহশিক্ষা কার্যক্রমে অবদান ও সক্রিয় অংশগ্রহণের স্বীকৃতি হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিএনসিসি, রোভার স্কাউট, রেঞ্জার গাইড ও স্টুডেন্টস কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্যদের সার্টিফিকেট প্রদান অনুষ্ঠিত হয়।
শনিবার (২০ই সেপ্টেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে সংগঠনগুলোর সকল সদস্য কে সার্টিফিকেট প্রদান করা হয়।
সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে কোরআান তেলওয়াতের মাধ্যমে শুরু করা হয়। এই সেবা মূলক সংগঠন গুলো সামাজিক দায়িত্ববোধ ও শৃঙ্খলাবোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
অনুষ্ঠানের সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড.মো. মাহবুবুর রহমান বলেন,বিএনসিসি, রোভার স্কাউট, রেঞ্জার গাইড ও স্টুডেন্টস কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্যদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া প্রক্টর অফিসের কার্যক্রম এগিয়ে নেওয়া সম্ভব হতো না। বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু কার্যক্রম বাস্তবায়নে তাদের অবদান অনন্য। এ সকল সদস্যবৃন্দ যেভাবে নিষ্ঠা ও আন্তরিকতার সাথে সেবা প্রদান করেছে, তা সত্যিই প্রশংসনীয় এবং মনোমুগ্ধকর।
উপাচার্য প্রফেসর ড. সালেহ হাসান নকীব বলেন,আমি নিজেও একসময় বিএনসিসিতে ছিলাম, তবে দীর্ঘসময় টিকতে পারিনি। তাই আমি খুব ভালো করেই বুঝি—এ ধরনের সেবামূলক কার্যক্রম চালিয়ে যাওয়া কতটা কঠিন কাজ। আমাদের শিক্ষার্থীরা যে নিষ্ঠা, দায়িত্ববোধ ও আন্তরিকতার সঙ্গে সেবামূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে, তা সত্যিই অতুলনীয়। যদি আমরা প্রত্যেকে তাদের মতো দায়িত্বশীলতা ও আন্তরিকতা নিয়ে কাজ করতে পারতাম, তাহলে আমাদের বিশ্ববিদ্যালয় আরও সুন্দর ও সুশৃঙ্খল হয়ে উঠতো। তোমরা যে অভিজ্ঞতা অর্জন করছো, তা শুধু বিশ্ববিদ্যালয় জীবনেই নয়, ভবিষ্যতে ব্যক্তিগত ও সামাজিক জীবনেও কাজে লাগবে। আমি আমাদের এই শিক্ষার্থীদের জন্য দোয়া করি—তারা পড়ালেখার পাশাপাশি এই সেবামূলক কার্যক্রম চালিয়ে যাবে। আজকের এই অনুষ্ঠান আসলে সেবামূলক কর্মকাণ্ডকে আরও উৎসাহিত ও অনুপ্রাণিত করার জন্য।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সালেহ হাসান নকীব। বিশেষ অতিথি হিসেবে থাকবেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোহাম্মদ মাঈন উদ্দীন। সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মো. মাহবুবর রহমান।
প্রসঙ্গত, সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চার সংগঠনের সকল সদস্য।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: