রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পোষ্য কোটা পুনর্বহাল ইস্যুতে চলমান আন্দোলনের মধ্যে উপ-উপাচার্যসহ কয়েকজন শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে পূর্ণদিবস কর্মবিরতির ঘোষণা দিয়েছে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম।
রোববার (২১ সেপ্টেম্বর) এই কর্মসূচি পালিত হবে বলে শনিবার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এক লিখিত বক্তব্যে জানিয়েছেন ফোরামের সভাপতি ও এগ্রোনমি অ্যান্ড এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের অধ্যাপক আব্দুল আলিম।
তিনি বলেন, “জুবেরী ভবন একটি আবাসিক এবং ক্লাব ভবন। সেখানে আমাদের উপ-উপাচার্যসহ কয়েকজন সহকর্মীর ওপর হামলার প্রতিবাদ এবং জড়িতদের শাস্তির দাবিতে আগামীকাল পূর্ণদিবস কর্মবিরতি পালন করা হবে।”
অধ্যাপক আলিম জানান, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী—সবাই এ কর্মসূচির আওতায় থাকবেন।
এর আগে শনিবার দুপুরে আন্দোলনরত শিক্ষার্থীরা দুই উপ-উপাচার্যের বাসভবনে তালা দেন। ভেতরে প্রবেশ করতে না পেরে উপ-উপাচার্য অধ্যাপক মাঈন উদ্দীন খান ও প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান জুবেরী ভবনের দিকে গেলে শিক্ষার্থীরাও স্লোগান দিতে দিতে তাদের অনুসরণ করেন।
জুবেরী ভবনের বারান্দায় পৌঁছালে এক শিক্ষক ও ছাপাখানার এক কর্মকর্তা শিক্ষার্থীদের আটকানোর চেষ্টা করলে হাতাহাতি ও ধাক্কাধাক্কি শুরু হয়। এসময় উপ-উপাচার্য মাঈন উদ্দীন খানকে শিক্ষার্থীরা অবরুদ্ধ করে দ্বিতীয় তলার বারান্দায় আটকে রাখেন।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: