[email protected] বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
৯ আশ্বিন ১৪৩২

রাবিতে শিক্ষক লাঞ্ছনা ইস্যুতে শাটডাউন স্থগিত, অনড় বিএনপিপন্থি শিক্ষকরা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৫১

ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিক্ষকদের লাঞ্ছনার ঘটনায় অফিসার্স সমিতি ঘোষিত শাটডাউন কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করেছে। তবে আন্দোলন চালিয়ে যেতে চান বিএনপিপন্থি শিক্ষকরা।

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে অফিসার্স সমিতির সভাপতি মোক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

প্রতিবাদে টানা চতুর্থ দিন একাডেমিক ও দাপ্তরিক কার্যক্রম বন্ধ রাখেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনার পর দুপুর ১টার পর শাটডাউন স্থগিত করে দাপ্তরিক কাজে যোগ দেন তারা।

জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি ড. আব্দুল আলিম বলেন, “শিক্ষক লাঞ্ছনার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”

অফিসার্স সমিতির সভাপতি মোক্তার হোসেন জানান, মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে প্রশাসন তাদের দাবির বিষয়ে কয়েকদিন সময় চায়। বুধবার সকালে কর্মকর্তা ও শিক্ষকদের সঙ্গে আলোচনা করে সাত দিনের আল্টিমেটাম দেওয়া হয়।

তিনি বলেন, “এই সাত কর্মদিবসে যদি প্রশাসন দাবি বাস্তবায়ন না করে তবে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। পাশাপাশি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে এর দায়ভার প্রশাসনকেই নিতে হবে।”

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব বলেন, শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে আলোচনার বিকল্প নেই। সংকট থাকলেও আলোচনার মাধ্যমে তা সমাধান করতে হবে বলে মন্তব্য করেন তিনি।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর