চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল সংসদ ও হোস্টেল সংসদ নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা ও খসড়া ব্যালট নম্বর প্রকাশ করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশনার ও সদস্য সচিব এ কে এম আরিফুল হক সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘প্রার্থীদের ব্যালট নম্বর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে চাকসু নির্বাচনের প্রচারণা শুরু হলো।’ তিনি আরও জানান, যাচাই-বাছাই, আপিল নিষ্পত্তি ও প্রার্থিতা প্রত্যাহারের পর চাকসু, হল সংসদ ও হোস্টেল সংসদে মোট ৯০৭ জন প্রার্থী অংশ নেবেন।
তবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত তালিকা অনুযায়ী, প্রার্থী সংখ্যা দাঁড়িয়েছে ৯০৮ জন। এর মধ্যে চাকসুর ২৬টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৪১৫ জন। হল সংসদে প্রার্থী ৪৯৩ জন।
প্রকাশিত ভোটার তালিকা অনুযায়ী, খসড়া ভোটার সংখ্যা ২৭ হাজার ৫২১ জন—এর মধ্যে ছাত্র ১৬ হাজার ৮৪ জন এবং ছাত্রী ১১ হাজার ৩২৯ জন। তবে চূড়ান্ত ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৬৩৪ জন।
চাকসু নির্বাচনে বিভিন্ন পদে প্রার্থীর সংখ্যা নিম্নরূপ:
সহসভাপতি (ভিপি): ২৪ জন
সাধারণ সম্পাদক (জিএস): ২২ জন
সহসাধারণ সম্পাদক (এজিএস): ২১ জন
মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনবিষয়ক সম্পাদক: ১৭ জন
খেলাধুলা সম্পাদক: ১২ জন, সহখেলাধুলা সম্পাদক: ১৪ জন
ছাত্রীকল্যাণ সম্পাদক: ১৩ জন, সহছাত্রীকল্যাণ সম্পাদক: ১০ জন
দপ্তর সম্পাদক: ১৭ জন, সহদপ্তর সম্পাদক: ১৪ জন
আবাসন সম্পাদক: ১৭ জন, সহযোগাযোগ ও আবাসন সম্পাদক: ১৪ জন
আইন ও মানবাধিকার সম্পাদক: ৯ জন
পাঠাগার ও ক্যাফেটেরিয়া সম্পাদক: ২০ জন
সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক: ১৭ জন, সহসম্পাদক: ১৫ জন
বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি সম্পাদক: ১১ জন
গবেষণা ও উদ্ভাবন সম্পাদক: ১২ জন
সমাজসেবা ও পরিবেশ সম্পাদক: ২০ জন
স্বাস্থ্য সম্পাদক: ১৫ জন
ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক সম্পাদক: ১৬ জন
যোগাযোগ, পাঠাগার ও ক্যাফেটেরিয়া সম্পাদক: ২০ জন
নির্বাহী সদস্য (৫ পদ): ৮৫ জন
আগামী ১৫ অক্টোবর অনুষ্ঠিত হবে চাকসু নির্বাচন।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: