[email protected] শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
১২ আশ্বিন ১৪৩২

রাজশাহীতে বিশ্ব পর্যটন দিবস উদযাপন

মো: ইয়াজ উদ্দীন আহম্মেদ

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৫৬

ছবি- আলোকিত গৌড়

রাজশাহীতে বিশ্ব পর্যটন দিবস উদযাপন করা হয়েছে। এই উপলক্ষে শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৯টায় কালেক্টরেট চত্বরে জেলা প্রশাসক আফিয়া আখতার পায়রা উড়িয়ে দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উদ্বোধনের পর একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রাজশাহী পর্যটন মোটেল এ গিয়ে শেষ হয়।

এবারের দিবসের প্রতিপাদ্য ছিল ‘টেকসই উন্নয়নে পর্যটন’। দেশের অন্যান্য শহরের মতো রাজশাহীতেও দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে।

অনুষ্ঠানে রাজশাহী পর্যটন মোটেলের ব্যবস্থাপকমোতাহার হোসেন, জেলা তথ্য অফিসের উপপরিচালক নাফেয়ালা নাসরীনসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানকারীরা বলেন, পর্যটন খাতকে টেকসই ও আধুনিকায়িত করতে এই ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর